শিলদায় মাওবাদী হামলায় নিহত ইএফআর জওয়ানদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন

0
165

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ

শিলদায় ইএফআর ক্যাম্পে মাওবাদী হামলার দশম বর্ষ পূর্তি উপলক্ষে শহীদ স্মরণ অনুষ্ঠানে যোগ দেন এডিজি(পশ্চিমাঞ্চল) সঞ্জয় সিং।

শহীদ জওয়ানদের নামের তালিকা। নিজস্ব চিত্র

এদিন শিলদার ঘটনাস্থলে গার্ড অব অনারের পর অস্থায়ী শহীদবেদিতে মাল্যদান করেন এডিজি, পুলিস সুপার অমিত কুমার ভারত রাঠোর-সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।

এডিজি সঞ্জয় সিং। নিজস্ব চিত্র

এরপর শিলদার স্ট্যাকো ক্যাম্প প্রাঙ্গণে শহীদবেদিতে মাল্যদান করেন পুলিশ আধিকারিকরা। ওই প্রাঙ্গণে নিহত ২৪ জন জওয়ানের স্মৃতির উদ্দেশে লাগানো ২৪টি মেহগনি গাছে জল দেন পুলিশ আধিকারিকরা।

শহীদ জওয়ানদের পরিবারের লোকেরা। নিজস্ব চিত্র

উল্লেখ্য, ২০১০ সালের ১৫ ফেব্রুয়ারি বেলপাহাড়ির শিলদা ইএফআর ক্যাম্পে নৃশংস হামলা চালিয়েছিল মাওবাদীদের একটি দল। ইএফআর ক্যাম্পে আগুন ধরিয়ে দিয়ে গুলি করে খুন করা হয়েছিল ২৪ জন এইফআর জওয়ানকে।

সমাধিক্ষেত্র। নিজস্ব চিত্র

সেই ঘটনায় ইএফআর জওয়ানদের পাল্টা চালানো গুলিতে পাঁচ জন মাওবাদী মারা গিয়েছিল। আহত হয়েছিল বেশ কয়েকজন।

মঞ্চে আসীন আধিকারিকরা। নিজস্ব চিত্র

২০১০ সালের ওই ঘটনার পর ২০১২ সাল থেকে শিলদায় শহীদের প্রতি সম্মান এবং স্মৃতির উদ্দেশ্যে শিলদা শহীদ দিবস পালিত হয়ে আসছে ঝাড়গ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে। এবছরও তার ব্যতিক্রম হয়নি।

জাতীয় পতাকা উত্তোলন। নিজস্ব চিত্র

ঝাড়গ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে শিলদা স্বাস্থ্য কেন্দ্রের পাশে যেখানে ইএফআর ক্যাম্পটি ছিল সেখানে শহীদদের স্মৃতির উদ্দেশ্যে তাদের ছবির সামনে রাজ্য পুলিশ, ঝাড়গ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।

সারিবদ্ধ জওয়ানদের প্যারেড। নিজস্ব চিত্র

এদিন এই উপলক্ষে শিলদার স্ট্রাকো ক্যাম্পে একটি অনুষ্ঠানের মাধ্যমে এলাকার কয়েকশো মানুষের হাতে বস্ত্র তুলে দেওয়া হয় জেলা পুলিশের পক্ষ থেকে।

মৃত জওয়ানদের স্মৃতিতে মাল্যদান। নিজস্ব চিত্র

ক্যাম্পে শহীদ স্মৃতির উদ্দেশ্যে যে বাগান রয়েছে, সেখানে শহীদদের ছবি সম্বলিত গাছগুলিতে জলদান করেন পুলিশ আধিকারিকরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here