সুদীপ পাল, পূর্ব বর্ধমানঃ
আউসগ্রামের কলাঝুঁটির এক যুবক বর্ধমান সদর শহরের একটি মেস থেকে নিখোঁজ হয়েছেন প্রায় এক সপ্তাহ হতে চলল। এত দিন কেটে গেলেও ওই যুবকের কোন সন্ধান পাওয়া যায়নি এখনো পর্যন্ত। যুবকের নাম নীলকণ্ঠ পাল বয়স ২২ বছর।
নীলকন্ঠবাবু শহরের একটি ওষুধ প্রস্তুতকারী সংস্থা বিক্রয় প্রতিনিধির কাজ করতেন। বছর পাঁচেক ধরে বর্ধমান শহরের মেসে তিনি থাকেন। গত শুক্রবার মেসের রুমমেটকে আসানসোল যাবেন বলে দুপুর আড়াইটে নাগাদ বেরিয়ে যান তিনি।
আরও পড়ুনঃ মাস্ক পড়ে রামনবমীর মিছিল, বার্তা ঘিরে বিতর্ক আসানসোলে
তারপর থেকে নিখোঁজ নীলকন্ঠবাবু। ঐদিন সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ জামাইবাবু শ্যামল পালের সঙ্গেও কথা হয়। কিন্তু রাত দশটা নাগাদ বাড়ি থেকে একাধিকবার ফোন করা হলেও তাঁর ফোন সুইচ অফ ছিল।
এরপর নীলকন্ঠবাবুর পরিবার আর কোনভাবেই তাঁর সাথে যোগাযোগ করতে পারেননি। টানা বন্ধ রয়েছে নীলকন্ঠবাবুর ব্যবহৃত মোবাইল নম্বরটি। বর্ধমান থানায় নিখোঁজ ডায়েরি করেছেন নীলকণ্ঠবাবুর পরিবার।
নীলকন্ঠবাবুর দাদা জগন্নাথ পালের বক্তব্য, স্টার সিনেমার কাছে একটি মেসে থাকতেন তাঁর ভাই। বিভিন্ন আত্মীয় স্বজনদের বাড়িতেও খবর নিয়ে দেখা গেছে নীলকন্ঠ সেখানে যাননি। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584