ওয়েব ডেস্ক, রাজস্থানঃ
খাপ পঞ্চায়েতের বিধানে জনসমক্ষে বিবস্ত্র হয়ে স্নান করতে বাধ্য হন মহিলা, পুলিশে অভিযোগ দায়ের। রাজস্থানের সিকার গ্রামে সানসি সম্প্রদায়ের এক মহিলার বিরুদ্ধে অভিযোগ ওঠে তাঁর ভাইপোর সঙ্গে পরকীয়া সম্পর্কে লিপ্ত থাকার।

বসে খাপ পঞ্চায়েত, সেখানে বিধান দেওয়া হয় দুজনকে একসাথে স্নান করালে পাপ ধুয়ে যাবে এবং দুজনকেই ৫১ হাজার টাকা করে আর্থিক জরিমানা করা হয়। মহিলা বাধ্য হন বিবস্ত্র হয়ে জনসমক্ষে স্নান করতে, বহু মানুষ সেখানে উপস্থিত ছিলেন অনেকেই সে দৃশ্য ক্যামেরাবন্দি করে রাখেন।
সানসি সম্প্রদায়ের তরফ থেকে এরপরে সিকার পুলিশ সুপারের কাছে অভিযোগ জানান হয়। সাওয়াই সিং, সানসি সম্প্রদায়ের পক্ষ থেকে জানান, তাঁরা মূলত ৮/১০ জন পঞ্চের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।
আরও পড়ুনঃ দেশে আত্মঘাতী কৃষক-দিনমজুরের সংখ্যা ৪২,৪৮০
মহিলা বা তাঁর ভাইপোর সম্পর্কে অভিযোগ থাকলে তাঁরা পুলিশকে জানাতে পারতেন, এভাবে নিজেরা আইন হাতে তুলে নিতে পারেন না। তাঁরা আলাদা একটি এফআইআর দায়ের করেছেন, স্বাস্থ্যবিধি না মেনে ওই খাপ পঞ্চায়েত সভায় বহু মানুষ জড়ো হয়েছিলেন সামাজিক দূরত্ব শিকেয় তুলে। অনৈতিকভাবে দুজনের থেকে যে টাকা নেওয়া হয়েছে তা দুজনকে ফেরত দিতে হবে।
পুলিশ জানিয়েছে, অভিযোগ জমা পড়েছে, সংশ্লিষ্ট ধারায় এফআইআর দায়ের হয়েছে; অভিযোগে যাদের নাম আছে প্রত্যেককে জেরা করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584