দেশে আত্মঘাতী কৃষক-দিনমজুরের সংখ্যা ৪২,৪৮০

0
52

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

৪২,৪৮০ কৃষক ও দিনমজুর আত্মহত্যার ঘটনা ঘটেছে ২০১৯ সালে বলছে সরকারি তথ্য। যা ২০১৮ র থেকে ৬% বেশি। সংখ্যার হিসেবে কৃষক আত্মহত্যা সামান্য কমলেও, অর্থাৎ ১০,২৮১ (২০১৯) এবং ১০,৩৫৭ (২০১৮) হলেও দিন মজুরের ক্ষেত্রে আগের বছরের তুলনায় বেড়েছে ৮% এনসিআরবির তথ্য অনুযায়ী। সংখ্যার বিচারে ৩২,৫৫৯ (২০১৯) বৃদ্ধি পেয়েছে ৩০, ১৩২ (২০১৮) ।

Suicide | newsfront.co
প্রতীকী চিত্র

সারা দেশে যত আত্মহত্যার ঘটনা ঘটেছে কৃষক আত্মহত্যা তার মধ্যে ৭.৪%। তারমধ্যে ৫৯৫৭ হলেন কৃষক, আর কৃষি শ্রমিক ৪৩২৪ জন। সারাদেশে আত্মহত্যার সংখ্যা বেড়ে গেছে ২০১৮ র তুলনায়। ১,৩৯,১২৩ ( ২০১৯) যা ছিল ১,৩৪,৫১৬ (২০১৮)।

২০১৫ সালে এনসিআরবি একটি বিস্তৃত রিপোর্ট প্রকাশ করে কৃষক আত্মহত্যার সংখ্যা ও আত্মহত্যার কারণ সহ। কোনো এক অজ্ঞাতকারণে নতুন রিপোর্টে সেই তথ্য মুছে দিয়ে পরিবর্তে যা দেওয়া হয়েছে তা হলো পুরুষ ও নারীর সংখ্যার হিসেব।

আরও পড়ুনঃ ইন্টারনেটে আত্মহত্যা সংক্রান্ত কিওয়ার্ডস সার্চের সংখ্যা বেড়েছে, বলছে গবেষণা

২০১৯-এ পুরুষ ও নারী কৃষক আত্মহত্যার সংখ্যা যথাক্রমে ৫৫৬৩ ও ৩৯৪। একই ক্রমানুসারে কৃষি শ্রমিকের ক্ষেত্রে ৩৭৪৯ ও ৫৭৫। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে, পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, উত্তরাখন্ড, মনিপুর, চন্ডীগড়, দমন ও দিউ, দিল্লি, লাক্ষাদ্বীপ ও পন্ডিচেরিতে একটিও কৃষক আত্মহত্যার ঘটনা ঘটেনি।

আরও পড়ুনঃ উদ্ভাবনী তালিকায় প্রথম ৫০-এ ভারত

দিনমজুরদের ক্ষেত্রে এনসিআরবির তথ্য অনুযায়ী আত্মহত্যা করেছেন ২৯,০৯২ জন পুরুষ ও ৩৪৬৭ জন মহিলা। আত্মহত্যার হার বৃদ্ধি পেয়েছে বিহার (৪৪.৭%), পাঞ্জাব(৩৭.৫%), দমন ও দিউ (৩১.৪%), ঝাড়খন্ড ( ২৫%) , উত্তরাখন্ড (২২.৬%), এবং অন্ধ্রপ্রদেশে (২১.৫%)।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here