নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
মালদহের সামসী রেল ষ্টেশনের কাছে চলন্ত ট্রেন থেকে পড়ে মারা গেলেন এক যুবতী। সোমবার গভীর রাতে উত্তর-পূর্ব সীমান্ত রেলের কাটিহার ডিভিশনের সামসী ও শ্রীপুর রেল স্টেশনের মাঝামাঝি এলাকায় দুর্ঘটনাটি ঘটে। চলন্ত ট্রেনের কামরার দরজার কাছে দাঁড়ানো অবস্থায় ঝাঁকুনিতে তিনি পড়ে গিয়েছেন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।
রেল পুলিশ জানিয়েছে, মৃত যুবতীর নাম ভানলাল মানঘাই জুয়ালি (২৬)। তার বাড়ি মিজোরামে। রেল সূত্রে জানা গিয়েছে, পরিযায়ী শ্রমিক বোঝাই শ্রমিক স্পেশাল নামক ট্রেনটি মুম্বই থেকে আসছিল। ট্রেনটি নাগাল্যান্ড পর্যন্ত যাচ্ছিল।
আরও পড়ুনঃ মালদহে আরও এক করোনা আক্রান্তের হদিশ
সোমবার রাতে মালদহ স্টেশন ছেড়ে সামসী স্টেশন ঢোকার আগেই ভগবানপুর রেলগেট ও শ্রীপুর রেল স্টেশনের মাঝামাঝি জায়গায় চলন্ত ট্রেন থেকে মিজোরামের যুবতী পড়ে জান। তিনি মহারাষ্ট্রের পুণে থেকে ট্রেনে উঠেছিলেন। দুর্ঘটনার পরে সহযাত্রীরা চেন টেনে ট্রেনটিকে থামিয়ে দেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584