ইন্ডিয়া বুক অফ্ রেকর্ডসে স্বীকৃতি পেল মেদিনীপুরের বিস্ময় শিশু অদ্রীশ

0
126

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

তিন বছর ১১ মাস বয়সেই ইন্ডিয়া বুক অফ্ রেকর্ডসে স্বীকৃতি লাভ করে সবাইকে চমকে দিল মেদিনীপুরের বিস্ময় শিশু অদ্রীশ পাল।করোনা পরিস্থিতির মাঝেই মাত্র তিন বছর ১১ মাস বয়সে বিভিন্ন ক্ষেত্রে নিজের প্রতিভার সাক্ষর রেখে ইন্ডিয়া বুক অফ্ রেকর্ডসে নিজের নাম নথিভুক্ত করে মেদিনীপুর শহর তথা পশ্চিম মেদিনীপুর জেলাকে গর্বিত করলাে শহরের কুইকোটার বাসিন্দা বিস্ময়কর খুদে প্রতিভা অদ্রীশ পাল।

adrish | newsfront.co
অদ্রীশ পাল। নিজস্ব চিত্র

ক্ষীরপাই-এর সেন্ট জনস স্কুলের লােয়ার নার্সারির ছাত্র অদ্রীশ। অদ্রীশের বাবা তাপসকুমার পাল ও মা অনিন্দিতা মন্ডল পাল উভয়েই উচ্চ-মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতার কর্মে যুক্ত। তার সংস্কৃতিমনস্ক মা অনিন্দিতা মন্ডল পালের প্রশিক্ষণে এই বয়েসেই অদ্রীশ পঁচিশটি কবিতা ও ছড়া সুন্দর বাচনভঙ্গীর সাথে মুখস্থ বলতে পারে। এছাড়াও ইংরেজীতে সপ্তাহের সাতটি বারের নাম,বারো মাসের নাম গড়গড় করে বলতে পারে অদ্রীশ। এগারো ধরণের আকৃতির নাম, চৌদ্দ ধরণের রঙ এর নাম, মানবদেহের ষোলটি অঙ্গের নাম,বারো ধরণের ফল, এগারো ধরণের সব্জীর নাম বলতে ও চিনতে পারে অদ্রীশ।

adrish pal | newsfront.co
মা ও বাবার সাথে অদ্রীশ। নিজস্ব চিত্র

সাথে কম্পিউটার কী বোর্ডে ইংরেজী বর্ণমালার সব অক্ষর এবং ইংরেজীতে এক থেকে​ চল্লিশ পর্যন্ত সংখ্যা টাইপ করতে পারে অদ্রীশ। তার এই সমস্ত গুণাবলী দেখে তাকে মাত্র তিন বছর এগারো মাস বয়সেই স্বীকৃতি দিয়েছে ইন্ডিয়া বুক অফ্ রেকর্ডস। আর এই আনন্দের খবরটা অদ্রীশ জেনেছে তার চার বছর পূর্ণ হবার দিনে অর্থাৎ জন্মদিনে। সেদিনই সে হাতে পেয়েছে ইন্ডিয়া বুক অফ্ রেকর্ডসের শংসাপত্র, মেডেল,ব‍্যাজ, আইডেন্টিটি কার্ড,কলম ও স্টীকার।

আরও পড়ুনঃ পরিবেশরক্ষার স্বার্থে মেঘালয়ে পাড়ি দেওয়া শান্তিপুরের তিন তরুণকে সংবর্ধনা বহরমপুরে

অদ্রীশের সাফল্যের এই স্বীকৃতিতে খুশি তার বাবা-মা সহ পরিবারের অন্যান্যরা এবং পাড়া প্রতিবেশীরা। উল্লেখ্য, এই অল্পবয়সেই​ নিজের প্রতিভার স্বাক্ষর রেখে নানা পুরস্কার ও শংসাপত্র পেয়েছে অদ্রীশ। মাস কয়েক আগেই একটি আন্তর্জাতিক স্তরের অনলাইন আবৃত্তি প্রতিযোগিতায় সফল হয়ে পুরস্কৃত হয়েছে অদ্রীশ,লকডাউন ও করোনা আবহে বিভিন্ন অনলাইন ইভেন্টে অংশ নিয়ে অদ্রীশ ৭৬ টি শংসাপত্র অর্জন করেছে।

আরও পড়ুনঃ বিমল গুরুং ভয়ের বিষয় নয়, আমি ওদের জন্য ভয়ের বিষয়ঃ বিনয় তামাং

এছাড়াও ইতিমধ্যে সে আনন্দপুর মুক্তধারা ও বওড়া সারস্বত মেলা, কালিকাপুর সুভাষ মেলা আয়ােজিত সাংস্কৃতিক প্রতিযােগিতা সহ অন্যান্য ক্ষেত্রে প্রতিযোগিতায় যোগদিয়ে সাফল্য অর্জন করেছে। উল্লেখ্য​ অদ্রীশের এই স্বীকৃতি ইন্ডিয়া বুক অফ্ রেকর্ডসের ২০২২ সালের সংস্করণে প্রকাশিত হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here