শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ
লকডাউনের কারনে দীর্ঘদিন বাড়ি যেতে না পেরে অবসাদে বালুরঘাট থানার ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করল এক যুবক।জানা যায় দক্ষিণ ২৪ পরগনা জেলার মগরাহাট এলাকার ওই যুবক জেলাতেই মার্কেটিং এর কাজের সঙ্গে যুক্ত ছিল।
কিন্তু দেশ জুড়ে লকডাউন শুরু হয়ে যাওয়ায় যুবকটি দীর্ঘদিন ধরে অবসাদে ভুগছিলেন। তবে এর আগেও একবার সে আত্মহত্যার চেষ্টা করেছে বলে তার বন্ধুরা জানিয়েছে।
আরও পড়ুনঃ দেড় মাস ধরে ছেলের সাথে যোগাযোগ নেই, দুশ্চিন্তায় সিং পরিবার
যদিও এদিন ওই যুবক এবং তার বন্ধুরা বালুরঘাট থানা থেকে বাড়ি যাওয়ার জন্য পুলিশের কাছে অনুমতি চাইতে আসলে, লকডাউন থাকার কারণে পুলিশ অনুমতি দেয়নি তাদের। আর তারপরেই ওই যুবক সবার অলক্ষ্যে থানার চার তলার ছাদ থেকে এক তলায় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে।
এহেন অবস্থা দেখা মাত্রই পুলিশ যুবকটিকে উদ্ধার করে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাকে চিকিৎসার জন্য ভর্তি করে নেয়। তবে বর্তমানে ওই যুবকের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584