নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
করোনা যুদ্ধে জয়লাভ করে অবশেষে বাড়ি ফিরল কুড়ি বছরের এক যুবক। তাকে ফুল দিয়ে স্বাগত জানাল পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লক প্রশাসন। কয়েকদিন আগে তার শারীরিক লক্ষণ খারাপ হওয়ায় তাকে করোনা টেস্ট করানো হলে পজিটিভ রিপোর্ট আসে ওই যুবকের। পরে তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়।
অবশেষে শনিবার তাকে সুস্থ অবস্থায় হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয় এবং তাকে ব্লক প্রশাসনের তরফ থেকে স্বাগত জানাতে উপস্থিত হয় প্রশাসনের আধিকারিকেরা। কোলাঘাট ব্লক স্বাস্থ্য আধিকারিক শিব শংকর খান বলেন, এটা খুব ভালো খবর। ভালো চিকিৎসা হয়েছে ওই যুবকের, তাই সুস্থ হয়ে তিনি বাড়ি ফিরলেন। এতে আমরা খুব খুশি হয়েছি, তবে আগামী দিনে এই মহামারী ভাইরাসের সঙ্গে আমাদের যুদ্ধ অব্যাহত থাকবে।
আরও পড়ুনঃ ফের করোনার হদিস মিলল কোচবিহারে, উদ্বিগ্ন গোটা জেলা
অন্যদিকে কোলাঘাটের বিডিও মদন মন্ডল বলেন “এটা আমার ব্লকের খুব ভালো সংবাদ, করোনা যুদ্ধে জয়লাভ করে নিজের বাড়ি ফিরতে পেরেছেন যুবক। তবে আগামী দিনেও আমাদের স্বাস্থ্য দফতরের নির্দেশ অনুসারে সমস্ত কিছু পালন করতে হবে। তবেই এই মহামারী ভাইরাসকে আমরা প্রতিহত করতে পারব।” এছাড়াও এই দিন উপস্থিত ছিলেন কোলাঘাট পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি রাজকুমার কুন্ডু, এছাড়া উপস্থিত ছিলেন স্বাস্থ্য কর্মাধ্যক্ষ গৌর মালিক সহ অন্যান্য ব্লক আধিকারিকবৃন্দ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584