উমার ফারুক,নিউজ ফ্রন্ট,মালদা:
গত মঙ্গলবার মালদার সাহাপুরের ৩নম্বর বিমল দাস কলোনির ময়দানে স্থানীয় যুবকদের উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন করা হয় স্বাধীনতা দিবস উপলক্ষে।এলাকার পিছিয়ে পড়া ছাত্র ছাত্রীদের জন্য ‘অবেলায় পাঠশালা’নামক একটি অবৈতনিক প্রশিক্ষণ কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়।উদ্বোধন করেন এলাকার বিধায়ক ভূপেন্দ্রনাথ হালদার মহাশয়।তিনি এই প্রতিষ্ঠান টির প্রতিষ্ঠাতাদের সাধুবাদ জানান ও সকলের সহযোগিতা কামনা করেন।শিক্ষিকা অদিতি চট্টোপাধ্যায় প্রতিষ্ঠানটির লক্ষ্য উদ্দেশ্য তুলে ধরেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী অধ্যাপক ড.মহম্মদ ইসমাইল।তিনি তার বক্তব্যে প্রতিষ্ঠানটির গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরেন।সেই সঙ্গে তিনি এলাকার অভিভাবকদের আহ্বান জানান এই প্রতিষ্ঠান কে এগিয়ে নিয়ে যেতে হবে নিজেদের ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে। এছাড়া ও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক গৌতম হালদার,শিক্ষক প্রদীপ কুমার বিশ্বাস,শুভঙ্কর সিকদার,এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব রতন হালদার,কালাচাঁদ হালদার,শম্ভু হালদার,উৎপল রাজবংশী,শিল্পী উত্তম রাজবংশী সহ বহু বিশিষ্ট জন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584