নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
দেশের গুরুত্বপূর্ণ ৫ রাজ্যের ভোটের ফলে দেখা গেল একেবারেই আঞ্চলিক একটি দল আম আদমি পার্টি ক্ষমতা দখল করলো পাঞ্জাবের। আইআইটি-র প্রাক্তনী অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির লক্ষ্যই ছিল দুর্নীতিমুক্ত রাজনীতি এবং সুষ্ঠু নাগরিক পরিষেবা। দিল্লিতে দু বার ক্ষমতায় এসে সেই প্রতিশ্রুতিগুলি রক্ষা করেছেন কেজরিওয়াল। সরকারি স্কুলের আধুনিকীকরণ ও মহল্লা ক্লিনিক, সস্তায় জল ও বিদ্যুৎ পরিষেবা প্রদান।
এরপরেই এবার প্রথম দিল্লির বাইরে কোন রাজ্যে পদার্পন করলো আপ। পাঞ্জাবের জয় উদযাপন এবং বাংলার মাটিতে লড়াইয়ে জমি শক্ত করতে এবার ‘পদার্পণ যাত্রা’য় নামছে আপ। রবিবার কলকাতার গিরীশ পার্ক থেকে ধর্মতলা পর্যন্ত পদযাত্রা কর্মসূচি নিয়েছেন আপের কর্মী-সমর্থকরা। এরাজ্যের আপ সংগঠন সূত্রে জানা গিয়েছে ২০২৩-এর পঞ্চায়েত ভোটের দিকে লক্ষ্য থাকছে তাদের। রবিবারের মিছিল দিয়ে তারই সূত্রপাত বলে মনে করছেন রাজনৈতিক মহল।
আরও পড়ুনঃ ৫ রাজ্যের ভোট পেরোতেই কোপ মধ্যবিত্তের সঞ্চয়ে, ইপিএফের সুদ ৮.৫ থেকে ৮.১% হতে চলেছে
বৃহস্পতিবার ভোটের ফল বেরনোর পরদিনই মালদহের ইংলিশবাজারে আপের পোস্টার দেখা যায়। আপের সংগঠন সূত্রে খবর, ১০ থেকে ১২টি জেলায় তাঁরা রাজনৈতিক জমি পাকাপোক্ত করতে চান। সেখানে জেলা কমিটি তৈরির কাজ শুরু হচ্ছে। জেলায় জেলায় সদস্যপদও সংগ্রহ করা হচ্ছে। একেবারে তৃণমূল স্তর থেকে ‘ঝাড়ু’র উত্থান চান অরবিন্দ কেজরিওয়াল। আপাত দৃষ্টিতে কেজরিওয়ালের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক ভালই। তাদের এই পদযাত্রা নিয়ে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “আপ গণতান্ত্রিক দল। এর আগেও মিছিল করেছে, রবিবারও করুক।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584