নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় ছাত্র, শিক্ষক, কর্মচারী সকলের জন্য আরোগ্য সেতু অ্যাপ্লিকেশন ব্যবহার বাধ্যতামূলক করা হল।
২১ অক্টোবর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয় যখনই খুলবে সেই সময় থেকে ছাত্র, শিক্ষক, কর্মী সকলের জন্য আরোগ্য সেতু অ্যাপ্লিকেশন ব্যবহার বাধ্যতামূলক করা হচ্ছে। জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় খুলবে আগামী ২ নভেম্বর, তবে বিশ্ববিদ্যালয় খোলা হবে পর্যায়ক্রমে।
ছাত্র শিক্ষক সকলের জন্য একগুচ্ছ কোভিড প্রটোকল জারি করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে এছাড়াও যাবতীয় সরকারী নির্দেশিকা মেনে চলতে হবে প্রত্যেককে।
- বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করার সাথে সাথে সব ছাত্রকে একটি “সেলফ ডিক্লারেশন ফর্ম” পূরণ করে জমা করতে হবে।
- ছাত্র, শিক্ষক, কর্মচারী প্রত্যেককে আরোগ্য সেতু অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হবে। কারুর অ্যাপ্লিকেশনে ‘আনসেফ’ স্ট্যাটাস দেখালে তাঁকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হবে না।
- অন্য রাজ্য থেকে আসা পড়ুয়াদের দিল্লিতে পৌঁছনোর পর সাতদিনের সেলফ কোয়ারেন্টাইন বাধ্যতামূলক।
- কোনো রকম জমায়েত বিশ্ববিদ্যালয়ের কোথাও করা যাবে না।
আরও পড়ুনঃ ভারতের হাতে অ্যান্টি-ট্যাঙ্ক গাইডেড মিসাইল ‘নাগ’
যদি কেউ এই সবকটি নির্দেশ না মানেন তাঁর বিরুদ্ধে ডিসিপ্লিনারি একশন নেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
নিউ নরম্যালে আপাতত এই সব নির্দেশিকা মেনেই বিশ্ববিদ্যালয় খোলা হবে এবং বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত প্রত্যেককে নির্দেশিকাগুলি মেনেই চলতে হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584