বিরাটকে রাগাতে বারণ করছেন ফিঞ্চ

0
45

অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ

আগামী ১৭ ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে অস্ট্রেলিয়া-ভারত টেস্ট সিরিজ। ওয়ানডে আর টি-২০ সিরিজে স্লেজিং না হলেও টেস্টে যে হবে- তা দুই দলের ক্রিকেটারদের কথায় স্পষ্ট। তবে এর আগে অস্ট্রেলিয়ার সীমিত ওভারের অধিনায়ক অ্যারন ফিঞ্চ বলেছেন, ভারত অধিনায়ক বিরাট কোহলিকে রাগানো যাবে না।

IND AUS test series | newsfront.co

কারণ কোহলি রাগলে আরও ভয়ংকর হয়ে ওঠে। যদিও প্রথম সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে প্রথম টেস্ট খেলেই দেশে ফিরছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। এবারের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরতে কোহলির নেতৃত্বে খেলেছেন ফিঞ্চ।

আরও পড়ুনঃ কিভাবে আহমেদাবাদ অধিকাংশ ম্যাচ পায় ক্ষোভ মুম্বই-কলকাতার

ভারতীয় অধিনায়ককে কাছ থেকে দেখা ফিঞ্চ বলেছেন, “দুই দলের মধ্যে এমন কয়েকজন কঠিন চরিত্র আছে যারা পরিস্থিতির চাপে মেজাজা হারিয়ে ফেলবে। তখনই হয়তো উত্তপ্ত হয়ে উঠবে পরিবেশ। এই সব পরিস্থিতিতে ভারসাম্য ধরে রাখাটা খুব দরকার। কোহলি একবার রেগে গেলে প্রতিপক্ষের ত্রাস হয়ে উঠতে পারে। সে যে কতটা নির্মম হতে পারে তা সবার জানা।”

আরও পড়ুনঃ স্লেজিং করে অজিরা সফল হবে না বলছেন পূজারা

ফিঞ্চের মতে, কোহলি নাকি আগের চেয়ে শান্ত হয়েছেন। তার কথায়, “মাঠে কোহলিকে দেখছি, ঠান্ডা মাথায় দল পরিচালনা করছে। মানুষ হিসেবেও সে আগের চেয়ে কিছুটা যেন শান্ত হয়েছে। একটা ম্যাচের আগে সে সব রকমের প্রস্তুতি নেয়। কত রকম ভাবে প্রতিপক্ষকে সমস্যায় ফেলা যায়, সব উপায় তার জানা। কিন্তু কখনোই প্রতিপক্ষের শক্তি নিয়ে ওকে চিন্তিত হতে দেখিনি। কোহলি সব সময় নিজেদের শক্তি নিয়ে ভাবনা-চিন্তা করে। তার প্রতিদ্বন্দ্বিতামূলক আচরণ প্রশংসনীয়।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here