ইন্টারনেটের গতি কম, সার্ভিস প্রোভাইডারের দৃষ্টি আকর্ষণে ১০ হাজার ডলার খরচ করে বিজ্ঞাপন

0
52

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

ইন্টারনেটের গতি কম পেলে অনেকেই বিরক্ত হয়ে বদলে ফেলেন সার্ভিস প্রোভাইডার। কিন্তু ক্যালিফোর্নিয়ার ৯০ বছর বয়সী অ্যারন এম ইপসটেইন যা করেছেন তা রীতিমতো বিস্ময়কর। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের বিরুদ্ধে অভিযোগ জানাতে তিনি প্রায় ১০ হাজার মার্কিন ডলার খরচ করে পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছেন।

aaron epstein | newsfront.co
অ্যারন এম ইপসটেইন

প্রায় ছয় দশকের বেশি সময় ধরে এটিঅ্যান্ডটির গ্রাহক অ্যারন। নেটফ্লিক্সের মতো নানা স্ট্রিমিং চালু হওয়ার পর থেকে ইন্টারনেটের গতি নিয়ে খুবই বিরক্ত ছিলেন তিনি। অনেকের মতোই করোনা অতিমারীর সময়ে তিনি বিভিন্ন ওয়েব সিরিজ বা ছবি দেখে সময় কাটানোর পরিকল্পনা করেছিলেন। কিন্তু তাঁর বাড়িতে ইন্টারনেটের যে গতি, তাতে স্ট্রিমিং চালানো রীতিমতো কষ্টকর হয়ে দাঁড়ায়।

দ্রুতগতির ইন্টারনেট পেতে তিনি এটিঅ্যান্ডটির সঙ্গে যোগাযোগ করেন। তবে তাঁকে বলা হয়, ওই এলাকায় দ্রুতগতির ইন্টারনেট সেবা এখন পাওয়া যাবে না। দীর্ঘদিন ধরে ব্যবহার করছেন বলে অ্যারন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার পরিবর্তন করতে চাননি। কারণ, এতে তাঁকে ফোন নম্বর, ই-মেইল পরিবর্তন করতে হতো। এই সমস্যা থেকে মুক্তি পেতে ওয়াল স্ট্রিট জার্নালে তিনি দুটি বিজ্ঞাপন দেন। বিজ্ঞাপনে তিনি এটিঅ্যান্ডটির প্রধান নির্বাহী জন টি স্ট্যানকির কাছে খোলা চিঠি লেখেন। তিনি বলেন, তাঁর বাড়ির আশপাশে ইউনিভার্সাল, ওয়ার্নার ব্রাদার্স, ডিজনি স্টুডিওসের অনেক কারিগরি কর্মকর্তা থাকেন। তাই ওই এলাকায় দ্রুত গতির পরিষেবা দেওয়া সম্ভব। তিনি আধুনিক তথ্যপ্রযুক্তির সঙ্গে যুক্ত থাকতে দ্রুতগতির ইন্টারনেট সুবিধা দেওয়ার আবেদন জানান সংস্থাকে। ৩ ফেব্রুয়ারি ওই বিজ্ঞাপন প্রচারিত হয় এবং হাতেনাতে ফল মেলে। এটিঅ্যান্ডটির প্রধান নির্বাহী তাঁকে ফোন করেন। তিনি ওই সমস্যা সমাধানের আশ্বাস দেন। দ্রুত ওই এলাকায় দুজন কারিগরি কর্মকর্তা যান এবং সবকিছু ঠিকঠাক করে দেন।

ওই পরিমাণ অর্থ খরচ করে বিজ্ঞাপন দেওয়া প্রসঙ্গে অ্যারন বলেন, “আমার কাছে ১০ হাজার ডলার অনেক টাকা। কিন্তু এ ক্ষেত্রে ওই অর্থ যথাযথ কাজে লেগেছে।“

আরও পড়ুনঃ প্রেসিডেন্ট বাইডেনের নির্দেশে সিরিয়ায় মার্কিন হানা, নিহত ১৭

অ্যারন আরও বলেন, “করোনার সময় মানুষ বাইরে দামি রেস্তোরাঁয় যাচ্ছে না। কোথাও ছুটি কাটাতে যাচ্ছে না। আমি ও আমার স্ত্রী বাড়িতে বসে নেটফ্লিক্স ও অন্যান্য স্ট্রিমিং দেখছি। তাই এক্ষেত্রে অর্থ খরচের ব্যাপারে কোনো অভিযোগ নেই।“

আরও পড়ুনঃ সরকারের সাথে সমঝোতা, অস্ট্রেলিয়ায় সংবাদ প্রচারে নীতি পরিবর্তন ফেসবুকের

এটিঅ্যান্ডটির একজন মুখপাত্র ঘটনাটি নিশ্চিত করে বলেছেন, অ্যারনের বাড়ির দিকে দ্রুতগতির ফাইবার ইন্টারনেট দেওয়া হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here