নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
লকডাউন পরিস্থিতিতে গৃহস্থ গ্রাহকদের মাসে অন্তত ২০০ ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে প্রদান, কৃষি ও ক্ষুদ্র শিল্প গ্রাহকদের বিদ্যুৎ বিল মকুব, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত লাইন সংযোগ বিচ্ছিন্ন না করা, বিদ্যুৎ আইন ২০০৩ (সংশোধনী ২০২০) বাতিল সহ সাত দফা দাবিতে সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতি(অ্যাবেকা)’র পূর্ব মেদিনীপুর জেলা কমিটির পক্ষ থেকে বৃহস্পতিবার বিদ্যুৎ দফতরের রিজিওনাল ম্যানেজার ও জেলা শাসকের কাছে বিক্ষোভ প্রদর্শন ও স্মারকলিপি পেশ করা হয়। প্রতিনিধিদলে ছিলেন সুনীল কুমার ঘোড়ই, প্রদীপ দাস, নারায়ণ চন্দ্র নায়ক, সঞ্জিত মাইতি প্রমুখ।
আরও পড়ুনঃ দেউচা পাচামি শিল্প প্রকল্পের কাজে গতি আনতে বৈঠকে মুখ্যসচিব
সংগঠনের জেলা সম্পাদক প্রদীপ দাস বলেন, “বিদ্যুৎ গ্রাহকদের লকডাউন পরিস্থিতিতে অসহনীয় অবস্থার মধ্যে দিন কাটাতে হচ্ছে। তাই গ্রাহকদের দাবিগুলি নিয়ে আজকে জেলা শাসক ও বিদ্যুৎ দফতরের রিজিওনাল ম্যানেজারের নিকট বিক্ষোভ প্রদর্শনের কর্মসূচিতে সামিল হয়েছি আমরা।”
অতিরিক্ত জেলাশাসক( সাধারণ) সুদীপ সরকার এবং বিদ্যুৎ দফতরের রিজিওনাল ম্যানেজার শ্যামল কুমার হাজরা ডেপুটেশন গ্রহণ করেন এদিন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584