উজ্জ্বল দত্ত, কলকাতাঃ
আব্বাস সিদ্দিকীর বক্তৃতা শুরু হতেই ব্রিগেড সমাবেশস্থল জুড়ে সমর্থকেরা মুখর হয়ে ওঠে। জনসমুদ্রে আসা প্রতিটি ক্ষুধার্ত, লাঞ্ছিত, বঞ্ছিত মানুষকে ভালবাসা জানান জনগনের নেতা আব্বাস সিদ্দিকী।
মঞ্চে বক্তব্য রাখতে এসেই আব্বাস বলেন, ‘বামেরা আমাদের দাবি মেনে নিয়েছে।’ পরে তিনি আরও বলেন, ‘আগামী দিন বিজেপি সরকার এবং তার বি-টিম মমতা সরকারকে বাংলা থেকে উৎখাত করব।’
এ প্রসঙ্গে তাঁর আরও অভিযোগ, ‘নারীদের অধিকার হরণ করেছেন মমতা। ২০২১-এ আমরা মমতাকে শূন্য পাইয়ে দেখিয়ে দেব। বিজেপির কালো হাতকে ভেঙে দেশ খেকে উৎখাত করতে হবে।’
আরও পড়ুনঃ বাংলায় আসা কোনও তীর্থক্ষেত্রের থেকে কম নয়- বাঘেল
আব্বাসের দাবি, আসন সমঝোতা আরও ১ সপ্তাহ আগে হলে আরও লোক জড়ো করতে পারতাম। দিদিমণির হাতে আর ক্ষমতা নেই। এখন ক্ষমতা নির্বাচন কমিশনের হাতে।
আরও পড়ুনঃ আমাদের বিমান-অধীর-আব্বাস আছে, আমরা জিতবঃ সেলিম
আব্বাসের ঘোষণা, ‘পিছিয়ে পড়া মানুষদের অধিকার বুঝে নিতে হবে, বন্ধুত্বের হাত মেলালে তাদের হলেও আব্বাস সিদ্দিকী লড়াই করবে।’ পরে তিনি তোপ দাগেন, ‘বাংলার মুখ্যমন্ত্রীর ঘুম হারাম হয়ে গিয়েছে।’ আব্বাস শ্লোগান তোলেন ,’আমরা ভারতীয়, আমরা গর্বিত, ভিক্ষা নয়, অধিকার চাই।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584