জলের কারনে বাড়ছে রোগ,প্রশাসনের যুক্তি অসচেতনতা

0
56

সুদীপ পাল,বর্ধমানঃ

diseases are rising due to water
এই ক্যানেলের জলই ব্যবহার করে মানুষ।নিজস্ব চিত্র

গ্রামের পাশেই ক্যানাল। সেই ক্যানেলের জলেই চলে প্রতিদিনের জীবন যাপন।অথচ ক্যানেলের জল ব্যবহার করার ফলে দেখা যাচ্ছে ডায়রিয়ার প্রকোপ।কি করবেন বুঝে উঠতে পারছেন না গলসি উচ্চগ্রামের বুনোর পাড় অঞ্চলের বাসিন্দারা। এলাকায় ষাটের উপর আদিবাসী পরিবারের বাস।এই মানুষগুলির বক্তব্য,আমরা বাধ্য হয়ে ক্যানেলের জল ব্যবহার করি।তার কারণ এলাকায় যে টিউবয়েল রয়েছে সেটি অনেক দূরে।ঘরের সব কাজে সেই জল ব্যবহার করতে গেলে দূর থেকে তা বয়ে আনতে হয়। তাই বাধ্য হয়ে এই ক্যানেলের জল নিয়মিত ব্যবহার করা হচ্ছে।শুধু স্নানের জন্য নয় গ্রামবাসীদের বক্তব্য থেকে জানা গেল রান্নার কাজেও ক্যানেলের জলই ব্যবহার করা হয়।
এটা কি প্রশাসনের গাফিলতি যদিও তা মানতে নারাজ জেলা পরিষদের সহসভাধিপতি দেবু টুডু।তিনি বলেন, গ্রামে জলের কল নেই এমন নয়।ব্যক্তিগতভাবে আমি সমষ্টি উন্নয়ন আধিকারিক এবং গ্রামের পঞ্চায়েত প্রধানের সাথে কথা বলেছি।গ্রামের মানুষ কলের জল ব্যবহার না করে ক্যানেলের জল ব্যবহার করছে। এটা সচেতনতার অভাব। গ্রামে গিয়ে এজন্য খুব শীঘ্রই সচেতনতা শিবির করা হবে।

আরও পড়ুনঃ নিজের চা’দোকানে আত্মঘাতী যুবক

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here