নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
রাজ্যে এত দফা ভোটের মধ্যে পেরিয়ে গিয়েছে দু’দফা, কিন্তু কোন হাই প্রোফাইল কংগ্রেস নেতাকে প্রচারে দেখা যায়নি এখনো। প্রতিবেশী রাজ্য অসমে একাধিকবার গিয়েছেন রাহুল-প্রিয়াঙ্কা, কিন্তু বাংলায় কেন তাঁদের একবারও দেখা মিললো না! শুধুমাত্র ২৮ ফেব্রুয়ারি ব্রিগেডে এসেছিলেন ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। আর এই নিয়েই কংগ্রেসকে বিঁধেছেন আব্বাস।
একটি প্রচার সভায় আব্বাস সিদ্দিকি বলেন, ‘এটা খুব দুঃখজনক যে প্রচারে কংগ্রেসকে দেখা যাচ্ছে না। আমি জানি না কেন কংগ্রেস আমাদের প্রচারে এখানে আসছে না। একমাত্র তারাই এই প্রশ্নের জবাব দিতে পারে। দক্ষিণ বঙ্গে কিন্তু আমরা কংগ্রেসকে সব জায়গায় সমর্থন জানিয়েছি।’
একদিকে বিজেপির তরফে যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ ছাড়াও একঝাঁক কেন্দ্রীয় নেতা মন্ত্রীরা বাংলায় আসছেন প্রায় রোজই। অসম সফরে এলেও মোদী-শাহ বাংলায় কর্মসূচিতে অংশ নিতে আসেন সেদিনই। তবে রাহুল-প্রিয়াঙ্কারা সেই পথে হাঁটেননি।
আরও পড়ুনঃ সুষমা স্বরাজ এবং অরুণ জেটলি মারা গেছেন মোদির অত্যাচারে, অভিযোগ এমকে স্ট্যালিনের ছেলের
কংগ্রেস কেরল-তামিলনাড়ু-অসমকে যে গুরুত্ব দিচ্ছে, তার সিকিভাগ গুরুত্বও বাংলাকে দিচ্ছে কি না, তা নিয়ে আব্বাসের সন্দেহ প্রকাশ যে একেবারে ভিত্তিহীন নয়, তা বলছেন অনেক রাজনৈতিক বিশেষজ্ঞই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584