অনির্বাণ দে, বহরমপুর, ১৯/০৮/২০১৭:
দু একজন চাকরি করেন, ব্যবসা করেন, বাকিদের দিন চলে টিউশনি করে, আর কেউ কেউ এখনও স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী , এঁরাই খুলে ফেলল নিজেদের পাঠশালা। দায়িত্ব নিল গরিব বাড়ির ছেলে মেয়েদের বিনা পয়সায় টিউশন পড়াবার।
শনিবার দুপুরে নাচ,গান,কুইজ, বসে আঁকো প্রতিযোগিতা দিলে পথ চলা শুরু করল ‘ এ বি সি সেন্টার’। এই কোচিং সেন্টারের উদ্যোগ নিয়েছে ‘ এ স্মাইলিং সানডে’ নামের এক সমাজসেবী সংস্থা। সংস্থার সদস্যরা জানালের নিজেদের সীমিত স্বার্থে সমাজের জন্য ভালো কিছু করতেই তাঁদের এই উদ্যোগ। এদিন চুয়াপুরে বিদ্যাসাগর প্রাথমিক বিদ্যালয়ে সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠান পরিণত হয় কচি কাঁচাদের আনন্দমেলায়। রঙ পেন্সিল দিয়ে কেউ আঁকল ঘরবাড়ি, কেউ প্রজাপতি, কয়েকজন আবার এঁকে ফেলল শহরের রাস্তাঘাট।
শহরের চুয়াপুর বিদ্যাসাগর প্রাথমিক বিদ্যালয় লাগোয়া এলাকার স্কুল পড়ুয়াদের আপাতত শনি ও রবিবার ফ্রি তে টিউশন পড়াবে ‘এ স্মাইলিং সানডে’র রাজর্ষি, রিয়া, চিন্ময়রা। কয়েকজন কম বসয়ীর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শহরের শিক্ষানুরাগী মানুষ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584