মনিরুল হক, কোচবিহারঃ
‘বিধায়ক পদ ও দল ছেড়ে দিয়ে তারপরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করা উচিত।’আজ শনিবার কোচবিহারে তৃণমূল কংগ্রেসের জেলা কার্যালয়ে দলের জেলা সভাপতি পার্থ প্রতিম রায়কে পাশে বসিয়ে এভাবেই বিধায়ক মিহির গোস্বামীর বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল কংগ্রেস নেতা আব্দুল জলিল আহমেদ। তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় টিকিট দিয়েছেন, নেতা বানিয়েছেন। আর তার নামেই সমালোচনা করা হচ্ছে। এভাবে সমালোচনা করার আগে মিহির বাবুর উচিত বিধায়ক পদ থেকে পদত্যাগ করা ও দল ছেড়ে দেওয়া।”
সম্প্রতি কোচবিহার দক্ষিণ বিধানসভার তৃণমূল কংগ্রেস বিধায়ক মিহির গোস্বামী দলের সমস্ত সাংগঠনিক পদ থেকে ইস্থফা দিয়ে অন্তরালে চলে যান। অন্তরাল থেকে সোশ্যাল মিডিয়ায় প্রায় প্রতিদিনই কোন না কোন প্রসঙ্গ তুলে তৃণমূল কংগ্রেস এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কেও সমালোচনা করতে দেখা গিয়েছে মিহির বাবুকে।
আরও পড়ুনঃ শিলিগুড়িতে ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় মৃত্যু হল তিন বছরের শিশুকন্যার
আর সেই কারণেই এদিন আব্দুল জলিল আহমেদের ওই বক্তব্য বলে রাজনৈতিক মহল মনে করছে। আব্দুল জলিল আহমেদ বলেন, “মিহির বাবুর ক্ষোভ প্রকাশ করার পর দলের জেলা সভাপতি পার্থ প্রতিম রায়, জেলা যুব সভাপতি অভিজিৎ দে ভৌমিক, কোচবিহারে দলের চেয়ারম্যান বিনয় কৃষ্ণ বর্মণ ও দলের রাজ্য সহ সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ পর্যন্ত দেখা করতে গিয়েছিলেন। এর থেকে আর কি করার আছে?”
বিধায়ক মিহির বাবু যে আর তৃণমূল কংগ্রেসে ফিরছেন না, সেটা তার ফেসবুক স্ট্যাটাসে ইতিমধ্যেই স্পষ্ট হয়েছে। মনে করা হচ্ছে বিজেপির পথেই পা বাড়াচ্ছেন তৃণমূলের ওই বিক্ষুব্ধ নেতা। আর তৃণমূল শিবিরে সেটা স্পষ্ট হওয়ার পরেই আব্দুল জলিল আহমেদকে দিয়ে এবার সরাসরি আক্রমণে নামল তৃণমূল কংগ্রেস।
আরও পড়ুনঃ ক্যানসার রোগীর গাড়ি আটকে টাকা চাওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে
কিন্তু একুশের বিধানসভা নির্বাচন আসন্ন। তার আগে দলের বিধায়কের ওই আচরণে কোচবিহারে তৃণমূল কংগ্রেসকে অনেকটাই ধাক্কা খেতে হবে বলে রাজনৈতিক মহল মনে করছে। যদিও আব্দুল জলিল আহমেদ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মিহির বাবু দল ছাড়লে তৃণমূলের কোন ক্ষতি হবে না।
এদিন কোচবিহারে দলের জেলা কার্যালয়ে মূলত বিজেপির সর্ব ভারতীয় নেতা তথা স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের বাংলা সফরের বিরোধিতা করে তৃণমূল কংগ্রেসের জেলায় জেলায় প্রেস কনফারেন্স করার কর্মসূচীর অঙ্গ হিসেবেই সাংবাদিকদের ডাকা হয়েছিল।
সেই সাংবাদিক সম্মেলন করেন দলের জেলা সভাপতি পার্থ প্রতিম রায়। তার বক্তব্য শেষ হওয়ার পরেই আব্দুল জলিল আহমেদ বিক্ষুব্ধ বিধায়ক মিহির গোস্বামীর বিরুদ্ধে তোপ দাগতে শুরু করেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584