নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়িঃ
শনিবার ফের একবার শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগরের বিভিন্ন এলাকায় অভিযান চালায় আবগারি দফতরের কর্মীরা। এদিন দুপুরে প্রথমে কাজিগছে অভিযান চালায়। এরপর পাড়াগাছি এলাকাতেও অভিযান চালায়। এই অভিযান কোন কিছু উদ্ধার না হলেও গোটা এলাকা পরিদর্শন করেন আবগারি দফতরের কর্মীরা।
উপস্থিত ছিলেন বাগডোগরা রেঞ্জের ডেপুটি এক্সসাইস কালেকটার সুনন্দ ভট্টাচার্য, নকশালবাড়ি সার্কেলের ওসি সঞ্জয় চক্রবর্তী সহ আবগারি বিভাগের কর্মীরা। এদিন বাগডোগরা রেঞ্জের ডেপুটি এক্সসাইস কালেকটার সুনন্দ ভট্টাচার্য বলেন যে গতকাল নকশালবাড়ি সার্কেলের ওসি সঞ্জয় কুমার চক্রবর্তীকে মারধর করা হয়েছিল সেই সব এলাকায় অভিযান চালানো হয়। কিন্তু সেখান থেকে কোন কিছু পাওয়া যায়নি। তবে আমরা চাই যে এই এলাকা থেকে নকল মদের ব্যবসা পুরোপুরি বন্ধ করে দিতে।
আরও পড়ুনঃসোশ্যল মিডিয়ায় প্রাণনাশের হুমকির বিরুদ্ধে ধিক্কার মিছিল
এর পাশাপাশি তিনি আরও বলেন যে আমাদের এই ধরনের অভিযান লাগাতার চলবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584