বেআইনি মদের কারবার রুখতে তৎপর আবগারি দফতর

0
887

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

রাজ্যে চোলাই মদের কারবারের বিরুদ্ধে মাথাচাড়া দিয়ে উঠেছে আবগারি দফতর। বেআইনিভাবে চোলাই মদ ঠেকাতে তৎপর হয়েছে আবগারি বিভাগের কর্মীরা।

abgari police destroyed illegal wine business | newsfront.co
উদ্ধার করা চোলাই নষ্ট করছেন আবগারি কর্মীরা। নিজস্ব চিত্র

বুধবার গোপন সূত্রে খবর পেয়ে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের কুরনি, তাঁতীচুয়া এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৬০ লিটার মদ নষ্ট করে আবগারি প্রশাসন।

abgari police destroyed illegal wine business | newsfront.co
নষ্ট করা হচ্ছে মদ তৈরির সরঞ্জাম। নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ একাধিক দাবি নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি ভিআরপি কর্মীদের

শুধু তাই নয়, প্রায় ৯০০ লিটার মদ তৈরির সামগ্রী নষ্ট করা হয়। বাজেয়াপ্ত করা হয় মদ তৈরির বিভিন্ন সরঞ্জাম। যদিও ঘটনায় অভিযুক্তদের এখনও ধরা যায়নি। আবগারি দফতর থেকে জানা গেছে, এলাকায় হানা দিতেই গা-ঢাকা দিয়েছে অভিযুক্তরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here