মুখ্যমন্ত্রীর কাছ থেকে সুশাসন শিখুন প্রধানমন্ত্রী, টুইটে পরামর্শ অভিষেকের

0
79

শুভম বন্দোপাধ্যায়, কলকাতাঃ

রাজ্য সরকারের তুলনায় কেন্দ্রীয় সরকারের প্রকল্প যে জনসাধারণের জন্য বেশি কার্যকরী, তার প্রচার বরাবরই চালানোর চেষ্টা করে কেন্দ্রীয় সরকার। মুখ্যমন্ত্রীর বুধবার নবান্নে স্বাস্থ্য সাথী প্রকল্পকে সার্বজনীন করার ঘোষণার পর আয়ুষ্মান ভারত প্রকল্পে এই সুবিধা আগেই রয়েছে বলে আসরে নেমেছিলেন বিরোধী রাজনৈতিক নেতৃত্ব।

Abhisekh Banerjee | newsfront.co
গ্রাফিক্স চিত্র

এবার আরো এক ধাপ এগিয়ে তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টুইট করে বললেন, সুশাসন কাকে বলে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে শিখে নিন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি।

অভিষেক শুক্রবার টুইটারে লিখেছেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে নরেন্দ্র মোদীজি শিখে নেওয়া শুরু করতে পারেন, প্রশাসন কী ভাবে চালাতে হয়। এটাই সবচেয়ে ভাল সময়’।

আরও পড়ুনঃ গৃহীত হল শুভেন্দুর পদত্যাগপত্র জানালেন রাজ্যপাল

প্রসঙ্গত, স্বাস্থ্যবিমা প্রকল্প কেন্দ্রীয় সরকারেরও রয়েছে। আর সেটির নাম ‘আয়ুষ্মান ভারত’। সেই প্রকল্পকে নিয়ে কেন্দ্র-রাজ্য টানাপড়েনও বার বার সামনে এসেছে। স্বাস্থ্যসাথী প্রকল্প যে হেতু আগেই বাংলায় চালু করেছিলেন মমতা, সে হেতু কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্প তিনি এখানে চালু হতে দেননি, এমনই অভিযোগ বঙ্গ বিজেপির।

আরও পড়ুনঃ পুনর্বাসন না কি দফতর বণ্টন? শুভেন্দু ইস্যুতে কালীঘাটে তৃণমূলের জরুরি বৈঠকে জল্পনা

কেন্দ্রের ওই প্রকল্পে রাজ্য অংশ নিলে ৬০ শতাংশ খরচ কেন্দ্র, বাকি ৪০ শতাংশ দিতে হত রাজ্যকে। কেন্দ্রের প্রকল্পে টাকা খরচ রাজ্য করবে না, বরং রাজ্য নিজের প্রকল্প চালাবে, ১০০ শতাংশ খরচই নিজে করবে— মুখ্যমন্ত্রী এ কথা অনেক বারই জানিয়েছেন। কারণ টাকা খরচ করে পাল্টা কেন্দ্র কে প্রকল্পের সুনাম তুলে দিতে রাজি নন মুখ্যমন্ত্রী। যদিও বিজেপি শাসিত অনেক রাজ্য কেন্দ্রের এই পদ্ধতি মেনে চলে। কিন্তু বিজেপি বিরোধী রাজ্য হওয়ায় কেন্দ্রের এই প্রকল্প মানার কোনো দায়দায়িত্ব নেই সরকারের।

আরও পড়ুনঃ বাংলাকে গুজরাট বানাতে দিও না! এই স্লোগানে গড়বেতায় মিছিল করল তৃণমূল

‘সঙ্কীর্ণ রাজনৈতিক স্বার্থে’ বাংলার মানুষকে মমতা কেন্দ্রের প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত করছেন বলে বারবারই অভিযোগ বঙ্গ বিজেপির। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মনে করিয়ে দেন, স্বাস্থ্যসাথী প্রকল্প যে সবাইকে বিমার আওতায় আনবে, আয়ুষ্মানে যে তা হয় না।

আর সে কথা মনে করিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ট্যুইট করে জানিয়েছেন, কেন্দ্রের আয়ুষ্মান ভারতের তুলনায় রাজ্যের স্বাস্থ্য সাথী প্রকল্প সাধারণ মানুষের জন্য অনেক কার্যকরী। তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরই সুশাসন চালানোর পদ্ধতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে শেখা উচিত।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here