গৃহীত হল শুভেন্দুর পদত্যাগপত্র জানালেন রাজ্যপাল

0
172

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

শেষ পর্যন্ত প্রাক্তন হলেন রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর সুপারিশে গৃহীত হল তাঁর পদত্যাগপত্র। শুভেন্দু অধিকারীর পদত্যাগপত্র গ্রহণের কথা শুক্রবার রাতে টুইটে ঘোষণা করেছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়।

Jagdeep Dhankhar | newsfront.co
জগদীপ ধনখড়। ফাইল চিত্র

এদিন টুইটে রাজ্যপাল জানান, তাঁকে এখনই দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সাথে শুভেন্দুর হাতে থাকা ৩টি দফতরের দায়িত্ব আপাতত মুখ্যমন্ত্রীর হাতে থাকবে বলে ঘোষণা করেছেন রাজ্যপাল।

রাজ্যের কোনও মন্ত্রীর ইস্তফা গ্রহণ করার চূড়ান্ত অধিকার থাকে রাজ্যপালের কাছে। মুখ্যমন্ত্রীর পরামর্শে এই দায়িত্ব পালন করেন তিনি। এদিনও তার ব্যতিক্রম হয়নি।

Suvendu's resignation letter | newsfront.co
পদত্যাগপত্র গ্রহণের সরকারি নথি রাজ্যপালের টুইট থেকে

শুক্রবার সন্ধ্যায় রাজভবন থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রীর সুপারিশে শুভেন্দু অধিকারীর ইস্তফা গ্রহণ করেছেন রাজ্যপাল। সাংবিধানিক দায়িত্ব পালন করে তাঁকে পরিবহণ, জলসম্পদ বিকাশ ও সেচ দফতরের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ বিধায়ক পদে থেকে দলের মধ্যে নিজের দাবিতে এখনও অনড় শুভেন্দু

একই সঙ্গে সুপারিশ মেনে এই তিন দফতরের দায়িত্ব রাজ্যপাল মুখ্যমন্ত্রীর হাতে তুলে দিয়েছেন বলে জানানো হয়েছে রাজভবনের তরফে।

শুক্রবার দুপুরে রাজ্য মন্ত্রিসভা থেকে ইস্তফা দেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি রাজ্যপালকে ইস্তফাপত্র পাঠিয়ে বুঝিয়ে দেন ফেরার রাস্তা নেই। টুইটারে শুভেন্দুর ইস্তফাপত্রের প্রাপ্তিস্বীকার করেন ধনখড়। সন্ধ্যায় সেই ইস্তফা গৃহীত হয়েছে বলেও জানিয়ে দিলেন তিনি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here