উজ্জ্বল দত্ত, কলকাতাঃ
২১ শের ভোটের দামামা বাজালেন অভিষেক। বাম, কংগ্রেস, বিজেপি কাওকেই যে এক ইঞ্চি জমি ভোটের লড়াইয়ের ময়দানে তিনি ছেড়ে দেবেন না তা এদিনের জনসভায় পরিস্কার করে দিলেন। নাম না করে শুভেন্দু অধিকারীকেও আক্রমণ করেন ডায়মন্ড হারবারের সাংসদ।
বজবজের সভা থেকে বিজেপি নেতাদের চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন,’আমার নাম নেওয়ার সাহস কারো নেই। আমার নাম নিলে আমি টানতে টানতে আদালতে নিয়ে যাব। তাই ওরা ভাইপো বলে অভিযোগ করে। তাই ওরা যদি এক বাপের বেটা হয়, প্রমাণ করে দেখান।’
তিনি বলেন, “আমার দিদি কী করেছে আর তোমার মোদি কী করেছে, হোক প্রতিযোগিতা। তৃণমূলের কেউ প্যারাসুটে নামেনি, লিফটেও ওঠেনি। আমি প্যারাসুটেও নামিনি, লিফটেও উঠিনি। লিফটে উঠলে পঁয়ত্রিশটি পদের অধিকারী হতাম।”
আরও পড়ুনঃ ডিপি বদলে রাজ্যজুড়ে সংহতি জ্ঞাপন শুভেন্দু অনুগামীদের
উন্নয়নের নিরিখেও এক নম্বর ডায়মন্ড হারবার, ভোটের নিরিখেও এক নম্বর ডায়মন্ড হারবার বলে মন্তব্য করেন এই সাংসদ। তৃণমূল কংগ্রেসকে মা বলে সম্বোধন করেন অভিষেক বাবু। প্রসঙ্গক্রমে মুখে আনলেন বাংলা সিনেমার ডায়লগ,’বউ গেলে বউ পাওয়া যায়, মা গেলে মা পাওয়া যায় না।’
আরও পড়ুনঃ ফের প্রশান্ত কিশোরের বিরুদ্ধে সুর চড়ালেন আরও এক বর্ষীয়ান তৃণমূল বিধায়ক
যতই নাড়ো কলকাঠি, নবান্নে আবার হাওয়াই চটি – এই বলে তৃতীয় বারের জন্য মমতা ব্যানার্জীই রাজ্যের মসনদে বসছেন তার জানান দেন সাংসদ অভিষেক। বিজেপি একটাও প্রতিশ্রুতি পালন করেনি বলে তিনি জানান। তিনি বলেন, “বিজেপি-র ছোটো, বড় নেতারা একটাই কথা বলে – ভাইপো। নাম নিয়ে বলার সাহস নেই। বুকের পাটা থাকলে অভিষেক ব্যানার্জীর নাম নিয়ে দেখান।ভাববাচ্যে কথা বলে লাভ নেই।”
আরও পড়ুনঃ শুভেন্দু অনুগামী হওয়ায় অপসারিত হতে হয়েছে, প্রতিবাদে হাইকোর্টে পিটিশন টিএমসি নেতার
পাশাপাশি দিলীপ ঘোষ গুন্ডা মাফিয়া, সুনীল দেওধর বহিরাগত, কৈলাস বিজয়বর্গীয়র ছেলে আকাশ বিজয়বর্গীয় গুন্ডা বলে মঞ্চে হুংকার ছাড়েন অভিষেক।
‘অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নেওয়ার ক্ষমতা প্রধানমন্ত্রীরও নেই’ বলে কেন্দ্র সরকারের বিরুদ্ধেও সুর চরান তিনি। আমপানে ক্ষতির পরিমাণ তুলে ধরে রাজ্য সরকারের করা উন্নয়কেই সামনে আনেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584