নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
কলকাতায় এসে ফার্স্ট শিড্যুলের শুটিং আগেই সেরে গিয়েছেন বব বিশ্বাস থুড়ি জুনিয়র বচ্চন। এবার পালা সেকেন্ড শিড্যুলের। ২৪ নভেম্বর শহর কলকাতায় পা রাখছেন তিনি। সূত্রের খবর অনুযায়ী, ২৫ নভেম্বর থেকে ৭ ডিসেম্বর অবধি চলবে শুটিং৷ শুটিং চলবে ময়দান, পাটুলি, বেনিয়াপুকুর সহ আরও বেশ কয়েকটি লোকেশনে।
নবীন পরিচালক দিয়া অন্নপূর্ণা ঘোষের এই ছবির শুটিং জানুয়ারিতেও হয়েছে কলকাতাতে। এরপর অতিমারীর কারণে আর এগোয়নি সেভাবে শুটিং। পরিস্থিতি খানিকটা আলগা হওয়ায় ফের শুরু হতে চলেছে ‘বব বিশ্বাস’-এর জার্নি।
ঠাণ্ডা মাথায় একের পর এক খুন করে চলা বব বিশ্বাসকে প্রথম পর্দায় পরিচয় করান পরিচালক সুজয় ঘোষ, তাঁর ‘কাহানি’ ছবিতে। ‘কাহানি টু’ পেয়েছেন দর্শক। এবার ‘বব বিশ্বাস’-এর খেল পর্দায় স্পষ্ট হতে চলেছে বিশেষভাবে।
আরও পড়ুনঃ ভার্চুয়াল স্বল্প দৈর্ঘের বাংলা চলচ্চিত্র উৎসবের সেরাদের তালিকা
প্রসঙ্গত, অন্নপূর্ণা ঘোষ পরিচালক সুজয় ঘোষের কন্যা। এই প্রথম পরিচালনায় এলেন তিনি৷ অভিষেক বচ্চন ছাড়াও এই ছবিতে রয়েছেন বিদ্যা বালান, দিতিপ্রিয়া রায়, চিত্রাঙ্গদা সিং, টিনা দেশাই সহ আরও অনেকে।
শাহরুখ খানের প্রযোজনা সংস্থা ‘রেড চিলিজ এন্টারটেইনমেন্ট’ নিবেদিত এই ছবির সঙ্গীত পরিচালনায় অনুপম রায়৷
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584