আপনার এত সাহস যে…হুমকি দিচ্ছেন, টুইটারে অমিতকে তোপ অভিষেকের

0
98

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

গত শনিবার এক টিভি সাক্ষাৎকারে রাজ্যে ৩৫৬ ধারা জারির সম্ভাবনা উস্কে দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ওই সাক্ষাৎকারে তিনি বলেন যে, বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি হলে ভুল হবেনা। এরপরেই রাজ্য রাজনীতিতে শাসক-বিরোধী তর্জা শুরু হয়।

abhishek banerjee | newsfront.co
কোলাজ চিত্র

ওই মন্তব্যের জন্য অমিত শাহকে টুইটারে কড়া ভাষায় আক্রমন করেন যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাষ্ট্রপতি শাসন জারির বিষয়টিকে তিনি ‘বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি ব্যহত করার প্রচেষ্টা’ বলে অভিযোগ করেছেন। পুরো বিষয়টি সম্পর্কে তিনি বলেন, আসন্ন বিধানসভা ভোটকে মাথায় রেখে বিজেপির জঘন্য প্রচার।

এ দিন টুইটে ডায়মন্ডহারবারের তৃণমূল সাংসদ তথা যুব তৃণমূলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘আপনার এত সাহস যে আমাদের (পশ্চিমবঙ্গ) রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি ব্যাহত করতে আপনি রাষ্ট্রপতি শাসন জারির হুমকি দিচ্ছেন! বাংলা এই নাটক প্রত্যাখ্যান করবে।’

আরও পড়ুনঃ আমেরিকার কাছে শীত পোশাক কিনে চিনকে বার্তা ভারতের

বিজেপি’র তরফ থেকে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারির দাবি বহু দিনের ৷ সম্প্রতি বিজেপি নেতা-কর্মীদের খুন সহ একাধিক ইস্যুতে রাষ্ট্রপতি শাসন জারির দাবি তুলেছেন বাংলার বিজেপি নেতারা৷ টিভি সাক্ষাৎকারে অমিত শাহ কে প্রশ্ন করা হয়, বাংলার বর্তমান পরিস্থিতিতে বিজেপি নেতাদের রাজ্যে রাষ্ট্রপতি শাসনের এই দাবি কতটা সঙ্গত? উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন যে, বিরোধী রাজনৈতিক দল রাষ্ট্রপতি শাসন জারির দাবি করতেই পারে। কিন্তু, রাষ্ট্রপতি শাসন কোনও রাজনৈতিক দলের নেতার দাবি মেনে হয় না।

ভারতীয় সংবিধানে যে নিয়ম শুধুমাত্র সেই নিয়ম মেনেই রাষ্ট্রপতি শাসন জারি করা হয়। কোথাও রাষ্ট্রপতি শাসন জারি করতে গেলে আগে রাজ্যপালের রিপোর্ট দেখতে হবে। সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখতে হবে, তারপর রাষ্ট্রপতি শাসন জারি হয়। তবে, বাংলায় রাষ্ট্রপতি শাসনের মত ভয়ঙ্কর পরিস্থিতি রয়েছে। পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি হলে সেটা ভুল হবে না।

আরও পড়ুনঃ রাজ্যে করোনার দাপট বাড়ছে, পুজোয় করোনা সতর্কতা নিয়ে নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক

তৃণমূল সরকারকে উদ্দেশ্য করে অমিত শাহ বলেছিলেন, বাংলায় প্রত্যেক জেলায় শুধু বোমা তৈরির কারখানার জন্ম হয়েছে, দুর্নীতি চরমে ৷ গোটা রাজ্যে পরিস্থিতি ভয়াবহ। যেভাবে বিপক্ষের নেতা-কর্মীদের হত্যা করা হচ্ছে, অন্য কোন রাজ্যে এমন ঘটনা ঘটে না।

তাও বিজেপি নিজেদের লড়াই লড়বে এবং ভোটে জয়ী হবে।বাংলা বোমা তৈরির কারখানা প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের তুমুল বিরোধিতা করে অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইটে লেখেন, অদ্ভুত ব্যাপার হলো অমিত শাহ বাংলায় বোমা তৈরির কারখানার খবর রাখেন অথচ পরিযায়ী শ্রমিকদের সম্পর্কে বিজেপি সরকারের কাছে কোনো তথ্যই থাকে না।

আগামী বছরেই বাংলায় বিধানসভা ভোট। তার আগে রাষ্ট্রপতি শাসন জারির জল্পনা উস্কে দেওয়াও তা নিয়ে শাসক বিরোধী তর্জা নিঃসন্দেহে রাজ্য রাজনীতিতে নতুন মাত্রা যোগ করলো।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here