কল্যাণী মহাবিদ্যালয়ের A.G.S.-এর বিরুদ্ধে ডিগ্ৰী জালিয়াতির অভিযোগ বিশ্ববিদ্যালয়ের V.C. ও জেলাশাসককে

0
452

নিউজফ্রন্ট, নদীয়া:

কল্যাণী মহাবিদ্যালয়ের সহ সম্পাদক সৌরেন দাসের বিরুদ্ধ একই শিক্ষাবর্ষে দুটি কলেজে দুটি রেগুলার কোর্সে পড়াশোনা করার অভিযোগ করল কলেজের ছাত্র-ছাত্রীরা।

সেই অভিযুক্ত A.G.S. সৌরেন দাস ।

সৌরেন দাস কল্যাণী মহাবিদ্যালয়ের বাষ্ট্রবিজ্ঞান অনার্সের দ্বিতীয় বর্ষের ছাত্র। আবার একই সঙ্গে কৃষ্ণনগর বিপ্রদাস পাল চৌধুরী ইন্সটিটিউট অফ টেকনলজির ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বিভাগে পাঠরত।

কল‍্যাণী মহাবিদ্যালয়।

একই সঙ্গে দুটি কোর্স করা আইনত অপরাধ।সম্প্রতি ইউ. জি.সি. এক নির্দেশিকা প্রকাশ করেছে- যে একই সঙ্গে রেগুলার কিম্বা দূরশিক্ষার মাধ্যমে দুটি ডিগ্রী অর্জন করা যাবে না।

কৃষ্ণনগর বিপ্রদাস পাল চৌধুরী ইন্সটিটিউট অফ টেকনলজি।

সৌরেন দাসের বিরুদ্ধে ছাত্রদের আরো অভিযোগের মধ্যে বহিরাগতদের আশ্রয় দেওয়া অন‍্যতম।সমস্ত অভিযোগ ছাত্র-ছাত্রীরা কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ও নদীয়া জেলার জেলাশাসক, পুলিশ সুপারের  কাছে লিখিত ভাবে জানিয়েছে।

ঐ ছাত্র নেতার সঙ্গে ফোনে যোগাযোগ করে পাওয়া যায়নি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here