মনিরুল হক, কোচবিহারঃ
সুব্রত বক্সির পাশাপাশি এবার কোচবিহারের তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব দেওয়া হল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আজ কোলকাতায় দলের একটি কর কমিটির মিটিংয়ে এই সিদ্ধান্ত হয়। খবর কোচবিহারে পৌঁছাতেই তৃণমূল কংগ্রেস নেতৃত্বের মধ্যে ব্যাপক শোরগোলের সৃষ্টি হয়েছে। তবে এনিয়ে জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্বের কেউ প্রকাশ্যে মুখ খুলতে রাজী হয় নি।
পঞ্চায়েত নির্বাচনের আগে থেকে কোচবিহারে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠী মাদার ও যুব নেতৃত্বের মধ্যে ব্যাপক গণ্ডগোল শুরু হয়েছে। একাধিক সংঘর্ষের ঘটনা ঘটেছে । বিদায়ী এক পঞ্চায়েত সদস্যের মৃত্যু সহ বহু কর্মী সমর্থক গুলি ও বোমার আঘাতে আহত হয়েছেন। কিন্তু নির্বাচনের পরেও দুই গোষ্ঠীর লড়াই এখনও থামে নি। শুধু তাই নয়, জেলা পরিষদের বোর্ড গঠনের সময় কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি আব্দুল জলিল আহমেদের আনুগামীরা প্রাকশ্যে বিক্ষোভ দেখায়। বন মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মণ, বিধায়ক উদয়ন গুহের ছবিতে জুতার মালা পড়িয়েও বিক্ষোভ দেখানো হয়। প্রকাশ্যে তৃণমূল নেত্রীর বিরুদ্ধে বক্তব্য রাখার ঘটনা ঘটে। এরপরেই কোচবিহারের সাংগঠনিক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন রাজ্য নেতৃত্ব। আজ বৈঠকে জেলার প্রায় বেশীরভাগ নেতাকে ডেকে নিয়ে গিয়ে পরিস্থিতির আলোচনা করেন দলনেত্রী। সেখানে আব্দুল জলিল আহমেদকে কড়া ভাষায় সতর্ক করে দেন বলে জানা গিয়েছে। এরপরেই সুব্রত বক্সির পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কোচবিহারের পর্যবেক্ষকের দায়িত্ব দেন ।
এদিকে ওই খবর পাওয়ার পরেই জেলার যুব গোষ্ঠীর মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে। তাঁদের অনেক নেতাই বলতে শুরু করেছেন, এবার কোচবিহারে যুব নেতৃত্ব অনেক বেশী গুরুত্ব পাবে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের জেলা নেতাদের অনেকেই নাম প্রকাশ না করার শর্তে বলেন, “ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব পেয়ে তাঁদের পক্ষে ভালো হয়েছে। তিনি জেলায় এসে প্রকৃত দলকর্মী চিহ্নিত করতে পারবেন। এতে সাংগঠনিক ভিত্তি আরও মজবুত হবে।”
আরও পড়ুনঃ ছাত্র নিগ্রহের প্রতিবাদ মিছিলে, ছাত্র ধর্মঘটের ডাক
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584