সিমা পুরকাইত, দক্ষিন ২৪ পরগনাঃ
গোয়ানারা গবিন্দপুরে পুরানো পেট্রল পাম্প মাঠে একাদশ বর্ষে পদার্পন করা নবারুন সংঘের পুজো উদ্বোধন করেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
নবারুন সংঘের পুজোর এবারের থিম বাংলার কৃষ্টি সভ্যতা ও সংস্কৃতি। সঙ্গে দিদিকে বলো প্রচারে এবারে তুলে ধরা হয়েছে।
আজকে উদ্বোধনের পরেই আজ থেকেই মাতৃ দর্শন সূচনা। এই পুজো ঘিরে বিভিন্ন দিন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আরও পড়ুনঃ দুর্গা পুজোয় শহর রঙিন করে সচেতনতা প্রচার
অষ্টমী নাট্য সংস্থার সভাপতি অরুময় গায়েন এবং সম্পাদক অরিন্দম ঘোষের উদ্যোগে পুজো উপলক্ষ্যে দ্রোপদির শাঁখা নামে যাত্রাপালা অনুষ্ঠিত হবে জানা যায়।
এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে সাংসদ ব্যতীত উপস্থিত ছিলেন দক্ষিন ২৪ পরগনা জেলা পরিষদের মৎস্য দফতরের কর্মাধ্যক্ষ উমাপদ পুরকাইত, জেলা পরিষদের সদস্য ডলি কয়াল, পুজো কমিটির সম্পাদক মিঠুন কয়াল সহ অনান্যরা। এদিনের সমগ্র অনুষ্ঠানের সঞ্চলনা করেন অরুময় গায়েন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584