নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
শিল্পীমহল থেকে শুরু করে সাধারণ মানুষ, প্রত্যেকে আজ তাঁর দ্রুত আরোগ্য কামনায় ব্যস্ত। জীবনের শেষ দিন অবধি কাজ করে যেতে চান এই অভিনেতা। তাই বয়সের চোখরাঙানিকেও চ্যালেঞ্জ জানান তিনি। করে চলেছেন একের পর এক ছবি। এর মাঝেই সুকুমার রায়ের লেখা ‘আবোল তাবোল’এর কবিতাগুলি তাঁর কণ্ঠে শোনা যাবে বলে জানা গিয়েছে।
‘মিনিস্ট্রি অফ মিউজিক’-এর ইউটিউব প্ল্যাটফর্মে শোনা যাবে তাঁর কণ্ঠে সেই সব জনপ্রিয় কবিতা, যা শুনে বড় হয়েছে বাঙালি।
আগামী ১৪ নভেম্বর শিশু দিবসে আসছে সেই ভিডিও।
বাঙালি যখন তাঁর আরোগ্য কামনায় উদগ্রীব এবং তাঁকে নিয়ে চিন্তিত তখন অভিনেতা কী জানালেন জানেন? তিনি টিজারে জানিয়েছেন- “আজকে আমাকে যদি চলে যেতে হয়, তা হলে সঙ্গে নিয়ে যাব গীতবিতান আর আবোল তাবোল।”
আরও পড়ুনঃ এক্সক্লুসিভ ইন্টারভিউঃ কিছু কন্ডিশন আসায় চান্স পেয়েও বড়পর্দার কাজ ছেড়েছেন ইন্দ্রাক্ষী দে
ভাবনা ও পরিকল্পনায় মিনিস্ট্রি অফ মিউজিকের প্রতিষ্ঠাতা এবং পরিচালক শিলাদিত্য চৌধুরী।
শিলাদিত্য জানান, ” আবোল তাবোল ছোটবেলায় মা-ঠাকুমার মুখে শুনে বড় হয়েছি। এটি বছরের পর বছর ধরে আমার একটি স্থির সহযোগী হয়ে উঠেছে।
‘আবোল তাবোল’ উপস্থাপনের মাধ্যমে আমরা শৈশব স্মৃতির নস্টালজিয়াকে পুনরুজ্জীবিত করার এবং দর্শককে এমন এক ধ্রুপদী উপহার দেওয়ার চেষ্টা করেছি যা অনুভূতির সমৃদ্ধিতে অতুলনীয় উজ্জ্বল। আবোল তাবোলের কবিতা পাঠে সৌমিত্র চট্টোপাধ্যায়ের কথাই মনে পড়েছে সবার আগে। আশাকরি সকলের ভাল লাগবে এই নিবেদন।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584