করম পূজার সূচনা ফালাকাটায়

0
46

নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ

ডুয়ার্স তরাই সারনা যুব সমিতির উদ্যোগে ফালাকাটা ব্লকের দলগাঁও চা বাগান গাড়ি লাইন থেকে করম পূজার সূচনা হল রবিবার। উল্লেখ্য,আদিবাসী সম্প্রদায়ের অত্যন্ত জনপ্রিয় উৎসব হল ‘করম’ উৎসব। ভাদ্র মাসের ‘করম’ দেবতার পূজা উপলক্ষে মূলত করম উৎসব পালিত হয়।

womens | newsfront.co
নিজস্ব চিত্র

মূলত শস্যকেন্দ্রিক এই উৎসব পালিত হয়। এলাকার অবিবাহিত মেয়েরা নদী থেকে বালি এনে তার সঙ্গে সাত রকম শস্য দানা মিশিয়ে সাত দিন ধরে সন্ধ্যা বেলায় একত্রিত হয়ে করমগীত গায়।এরপর জঙ্গল থেকে ‘করম’ দেবতার পূজার উপাচার কাঠ, ফুল, ফল সংগ্রহ করে একাদশীর দিন করম দেবতার পূজা করা হয়।

celebration | newsfront.co
পূজার আচার ৷ নিজস্ব চিত্র
festival celebration | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ জৌলুসহীন গনেশ পুজো ফালাকাটায়

গোটা উৎসবের সময় জুড়ে ধামসা, মাদলের সঙ্গে নাচ গান চলে। এদিন উপস্থিত ছিলেন, দলগাঁও চা বাগান গাড়ি লাইনের সারনা পাহান, বিক্রম মিঞ্জ ,সহায়ক সুরেশ তির্কী,সন্দীপ খালকো,রাজি বারহা প্রার্থনা সভার জেনারেল সেক্রেটারি ভগবান দাস মুন্ডা ,ডুয়ার্স তরাই সারনা যুব সচিব সুশীল উরাও প্রমুখ ৷

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here