নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
বৃহষ্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড়ে আদিবাসী সংগঠন, ভারত জাকাত মাঝি পারগানা মহলের বগড়ি মুলুক ২ এর পক্ষ থেকে মিছিল করে। এই মিছিলের তরফে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে ব্লক অফিসে স্মারকলিপি দেওয়া হয়।

এদিন ধামসা-মাদল বাজিয়ে বহু মানুষ গোয়ালতোড়ে মিছিল করে এসে ব্লক অফিসে সমবেত হন। জাতীয় ও স্থানীয় স্তরে বিভিন্ন দাবিদাওয়া লেখা হয়। প্ল্যাকার্ড নিয়ে বহু আদিবাসী পুরুষ ও মহিলা এদিন সংগঠনের প্রতিনিধি দলের বিডিও সোফিয়া আব্বাসের কাছে গিয়ে স্মারকলিপি জমা দেন।
আরও পড়ুনঃ গোপন সূত্রে তল্লাশি চালিয়ে উদ্ধার সাতটি হাতির দাঁত, গ্রেফতার অভিযুক্ত
বিডিও দাবিগুলি খতিয়ে দেখে সেগুলো পূরণের আশ্বাস দেন। জমির পাট্টার অধিকার, আদিবাসীদের অলচিকি হরফে পঠন-পাঠনের ব্যবস্থা-সহ নানা দাবির মধ্যে আদিবাসী সংগঠনের অন্যতম দাবি ছিল নাগরিকত্ব আইন অতি সত্বর বাতিল করতে হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584