জাকাত মাঝি পরগনার বিক্ষোভ ঘিরে উত্তেজনা বালুরঘাটে

0
35

নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ দিনাজপুরঃ

সামাজিক দূরত্ব বিধিকে শিকেয় তুলে নিজেদের দুই গোষ্ঠীর কাজিয়ার জেরে অপর গোষ্ঠীর লোকজনদের গ্রেফতারের দাবিতে বালুরঘাটে জেলা পুলিশের নিকট দাবি সনদ পেশ করল আদিবাসিদের সারা ভারত জাকাত মাঝি পরগনা সংগঠন।

house | newsfront.co
দাবি সনদের জন্য একজোট ৷ নিজস্ব চিত্র

আজ তাদের সংগঠনের পক্ষে দাবি সনদ পেশ করার জন্য দুপুরের পর থেকেই বালুরঘাট শহরের বাইরের বিভিন্ন ছোট বড় গাড়িতে করে জেলার বিভিন্ন প্রান্ত থেকে এসে একত্রিত হয় সংগঠনের সদস্যরা।পরে সেখান থেকে তারা হাতে তীর ধনুক ধামসা মাদল বাজিয়ে মিছিল করে এসে জড়ো হয় জেলা পুলিশ সুপার অফিসের নিকট বালুরঘাট হাই স্কুল ময়দানে।

mans | newsfront.co
নিজস্ব চিত্র

এদিকে ৩ বছর আগে উত্তরদিনাজপুরের রায়গঞ্জের আদিবাসীদের তান্ডবের বিষয়টি মাথায় রেখে জেলা পুলিশের তরফে যাতে কোন অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন হতে না হয় তার জন্য যাবতীয় প্রস্তুতি সেরে রাখে।গার্ড ওয়াল দিয়ে পুলিশ সুপারের কার্যালয়ের রাস্তা আটকে দেওয়া হয়। বালুরঘাট থানার গেট বন্ধ করে বিপুল পরিমাণ পুলিশ বাহিনীর ব্যবস্থা করে পরিস্থিতি মোকাবিলার জন্য আগাম প্রস্তুতি সেরে রাখে জেলা পুলিশ।

crowd | newsfront.co
নিজস্ব চিত্র

এমনকি মালদা থেকে নিয়ে আসা হয় জলকামানের গাড়ি। এদিকে হাইস্কুল ময়দানে জড়ো হওয়া আদিবাসী মানুষজনকে দেখে পুলিশের বেশ কিছু অফিসার ময়দানে নেমে তাদের অযথা উত্তেজিত হতে নিষেধ করে বুঝিয়ে শান্ত করে তাদের দাবি দাওয়া নিয়ে এক প্রতিনিধি দলকে জেলা পুলিশের কার্যালয়ের ভেতর দাবি সনদ পেশের জন্য নিয়ে যায়। এখনও পর্যন্ত শান্তিপূর্ণ ভাবেই দাবি সনদ পেশ চলছে।

police | newsfront.co
নিজস্ব চিত্র

প্রসঙ্গত কিছুদিন আগে সারা ভারত জাকাত মাঝি পরগনা সংগঠনের জেলা সভাপতি কে অপহরণ করা হয়েছিল বলেও অভিযোগ। আরো অভিযোগ ২৪ ঘন্টা ধরে ওই সংগঠনের জেলা সভাপতি কে অকথ্য অত্যাচারও করা হয়েছে। কিন্তু থানায় অভিযোগ জানানো সত্বেও সেই ঘটনায় দোষীদের পুলিশ এখনও চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করতে পারেনি বলে আদিবাসী সংগঠনটির অভিযোগ।

আরও পড়ুনঃ দ্রুত শিক্ষক নিয়োগের দাবিতে ডেপুটেশন

আর সেই কারণেই আজ দক্ষিণ দিনাজপুর জেলার পুলিশ সুপারের কাছে আদিবাসী সম্প্রদায়ের মানুষ কে নিয়ে মিছিল করে এসে ১২ দফা দাবিতে ডেপুটেশন দিল আদিবাসী সংগঠনটি। তাদের অভিযোগ তাদের এই দাবিগুলি না মানা হলে তারা আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here