নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
ইতিমধ্যে সারা দেশেই অর্থনৈতিক কাঠামো দুর্বল হয়ে পড়েছে তারই প্রতিবাদে মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে মেদিনীপুর শহরের স্টেট ব্যাঙ্কের সামনে অবস্থান বিক্ষোভ চলে বুধবার।
এই দিন জেলা সভাপতি অজিত মাইতি অভিযোগ করে বলেন, “কেন্দ্রীয় সরকারের গৃহীত সিদ্ধান্তে Nationalised সেক্টরগুলো ধ্বংসের মুখে,ব্যাঙ্কগুলি লসে চলছে,যার ফলে বেকার যুবকদের এবং কৃষকদের লোন দিতে চাইছেন না,যে উদ্দেশ্যে ব্যাঙ্কগুলি Nationalised হয়েছে। মোদি সরকার সেগুলিকে ব্যর্থ করে দিয়েছে,অন্যদিকে যে কারণে ব্যাঙ্কগুলি গরিব মানুষের স্বার্থে তৈরি হয়েছে,কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তে সেই জায়গা থেকে সরে এসেছে ব্যাঙ্কগুলি,তাই এরই প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছি” এমনই বক্তব্য দেন জেলা সভাপতি অজিত মাইতি।
আরও পড়ুনঃ বিজেপির অবস্থান বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার কাণ্ড পটাশপুরে
তিনি আরো বলেন, “রেল দফতর প্রাইভেট করতে চাইছে কেন্দ্রীয় সরকার যার ফলে রেলের উন্নয়ন হচ্ছে না স্টেশন গুলি ধ্বংস হয়ে যাচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ করা হচ্ছে, অন্যদিকে বিএসএনএল সংস্থার বিভিন্ন কর্মী ছাঁটাই হচ্ছে,শুধু তাই নয় কর্মীদের বেতন দেওয়া হচ্ছে না তার বিরুদ্ধে আমরা সোচ্চার হয়েছি, কেন্দ্রীয় সরকারের খামখেয়ালি সিদ্ধান্তের প্রতিবাদে আমরা আজ অবস্থান-বিক্ষোভ করছি।”
এই দিন এই অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন,তৃণমূল নেতা মানস ভুঁইয়া, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ সহ একাধিক তৃণমূল জেলা নেতৃত্ব।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584