খসড়া তালিকায় আসানসোলের প্রায় অর্ধেক ওয়ার্ড সংরক্ষিত

0
90

সুদীপ পাল, বর্ধমানঃ

সংরক্ষণের খসড়া তালিকা প্রকাশিত হয়েছে। তাতে দেখা যাচ্ছে আসানসোল পুরসভার ১০৬টি ওয়ার্ডের মধ্যে প্রায় অর্ধেক অর্থাৎ ৫০টি ওয়ার্ড সংরক্ষিত হতে পারে। ফলে গতবার জয়লাভ করলেও নিজেদের ওয়ার্ড হারাতে পারেন বেশ কিছু নেতা। আসানসোল পুরসভা ১৮৮৬ সালে স্থাপিত হয়েছিল। জনসংখ্যা ১১ লক্ষ ৫৬ হাজার ৩৮৭। বর্তমানে তৃণমূল রয়েছে ৯২টি ওয়ার্ডে, বামফ্রন্ট এগারটি ও বিজেপি তিনটিতে।

জিতেন্দ্র তিওয়ারি। ছবিঃ প্রতিবেদক

কিন্তু সংরক্ষণের যে খসড়া তাতে তৃণমূলের সবথেকে হেভিওয়েট নেতা অর্থাৎ তৃণমূলের জেলা সভাপতি জিতেন্দ্র তিওয়ারি তিনি গতবার ৩৮ নম্বর ওয়ার্ড থেকে নির্বাচিত হয়েছিলেন এবার তা তফসিলি মহিলার জন্য সংরক্ষিত। একই ঘটনা ঘটছে পুরসভার অধ্যক্ষ অমরনাথ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে। যদিও এই বিষয়ে ভাবার কিছু নেই বলে মন্তব্য করছেন জিতেন্দ্র তিওয়ারি। কাকে কোন ওয়ার্ডে দাঁড় করানো হবে তা ঠিক করবে দলের ঊর্ধ্বতন নেতৃত্ব। এ বিষয়ে তাঁরা কিছুই ভাবছেন না বলেই তাঁর মন্তব্য।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here