SSC দুর্নীতিতে যুক্তদের গ্রেফতারের দাবি জানিয়ে শেষ হলো এবিপিটি এর নবগ্রাম পশ্চিম চক্র সম্মেলন

0
46

 সজিবুল ইসলাম, মুর্শিদাবাদঃ

এসএসসি দুর্নীতি নিয়ে রাজ্য সরকারের প্রায় টালমাটাল অবস্থা। রাজ্য সরকারের দুই মন্ত্রী সিবিআই জেরার মুখে স্বীকার করেছেন যে নিয়োগে দুর্নীতি হয়েছে। এদিন এই দুর্নীতিগ্রস্তদের গ্রেফতার ও দোষীদের শাস্তির দাবি জানিয়ে শেষ হলো ৬৩ তম নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির নব গ্রাম পশ্চিম চক্র সম্মেলন। পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের শুভ সূচনা করেন সংগঠনের সভাপতি নুরুল হুদা। সর্ব নগর প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত এই সম্মেলন স্থল এর নামকরণ করা হয় কমরেড পঙ্কজ ঘোষ নগর ও মঞ্চের নামকরণ করা হয় প্রয়াত কমরেড বিধান ব্যানার্জির নামে।

নিজস্ব চিত্র

শ্রীময়ী দত্তের উদ্বোধনী সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় সম্মেলন মঞ্চের কাজ। উদ্বোধনী ভাষণ দেন শিক্ষক নেতা সুভাশীষ পাল। এরপর পেশ করা হয় সম্পাদকীয় প্রতিবেদন। সম্পাদকীয় প্রতিবেদন এর ওপর আলোচনা করেন 10 জন প্রতিনিধি। বক্তব্য রাখেন শিক্ষক নেতা নবেন্দু সরকার, সমর প্রামানিক প্রমূখ। সম্মেলন শেষে পলাশ কর্মকারকে সভাপতি, তুষার কান্তি খাঁ কে সম্পাদক, হাসান আলি কে কোষাধ্যক্ষ মনোনীত করে কুড়ি জনের একটি পরিষদ সদস্য তৈরি করা হয়। বক্তব্য রাখতে গিয়ে নেতৃবৃন্দ এসএসসি দুর্নীতিগ্রস্তদের প্রকৃত শাস্তির দাবি জানান।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here