এবিপিটিএ -এর জেলা সম্মেলন

0
126

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর:

পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার চাঁইপাটের শহীদ প্রদ্যুত ভট্টাচার্য মহাবিদ্যালয়ে অনুষ্ঠিত হলো নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির (এবিপিটিএ) পশ্চিম মেদিনীপুর জেলা শাখার ৪১ তম সম্মেলন। সম্মেলন শুরুর আগে এদিন সকালে শিক্ষক শিক্ষিকাদের বর্ণাঢ্য শোভাযাত্রার স্থানীয় এলাকা পরিক্রমা করে। শোভাযাত্রার শেষে সংগঠনের পতাকা উত্তোলন ও শহীদ বেদীতে মাল্যদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। সংগঠনের পতাকা উত্তোলনের পাশাপাশি শোক প্রস্তাব উত্থাপন করেন সংগঠনের জেলা সভানেত্রী প্রীতিকনা দাস (গোস্বামী)।

ABPTA meeting
নিজস্ব চিত্র

সম্মেলনের উদ্বোধনী বক্তব্য রাখেন নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির (এবিপিটিএ) প্রাক্তন রাজ্য সাধারণ সম্পাদক সমর চক্রবর্তী। সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন জেলা সম্পাদক ধ্রুবশেখর মণ্ডল। আয় ব্যয়ের হিসাব পেশ করেন কোষাধক্ষ্য নির্মল দে।

ABPTA
নিজস্ব চিত্র

এরপর উপস্থিত ২৩ টি জোনের পক্ষ থেকে শিক্ষক শিক্ষিকা সম্পাদকীয় প্রতিবেদনের ওপর আলোচনায় অংশগ্রহণ করেন। এরপর বিদায়ী সম্পাদক ধ্রুব শেখর মণ্ডল জাবাবি ভাষণ দেন। আগামী দিনের জন্য পুনরায় ধ্রুবশেখর মন্ডলকে সম্পাদক ও প্রীতিকনা গোস্বামীকে সভাপতি নির্বাচিত করে ১৪৬ জনের নতুন জেলা কমিটি ও ২ জন আমন্ত্রিত সদস্য সহ ১৫ জনের জেলা সম্পাদকমন্ডলী গঠিত হয়। সম্মেলন শেষে চাঁইপাট বাসস্ট্যান্ডে আয়োজিত প্রকাশ্য সমাবেশে বক্তব্য রাখেন অধ্যাপক শ্রুতিনাথ প্রহরাজ, অধ্যাপিকা নন্দিনী মুখার্জি, কবি মন্দাক্রান্তা সেন, নবনির্বাচিত জেলা সম্পাদক ধ্রুবশেখর মন্ডল প্রমুখ। পরে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here