জৈদুল সেখ, মুর্শিদাবাদঃ
করোনা বিধি মেনে বিদ্যালয়ের পঠন পাঠন চালু, ছাত্র-ছাত্রী, অভিভাবক এবং গোষ্ঠীর মেয়েদের দ্রুত টিকাকরণ, বিদ্যালয়গুলিতে নিয়মিত স্যানিটেশন, নিয়মিত ক্লাস চালু, সঠিক নিয়ম বিধি মেনে শিক্ষক নিয়োগ প্রভৃতি মোট কুড়ি দফা দাবিতে বিক্ষোভ অবস্থান, মিছিল ও ডেপুটেশনে শামিল হল মুর্শিদাবাদ জেলার নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির সদস্যরা।
মঙ্গলবার এগারোটার সময় প্রথমে মিছিল শুরু হয় বহরমপুরের টেক্সটাইল কলেজ মোড় থেকে। সেখান থেকে মিছিল প্রশাসনিক ভবন, রবীন্দ্র সদন ছুঁয়ে পৌঁছায় জেলা শিক্ষা ভবনে। শিক্ষা ভবনের সামনে নিজেদের দাবি আদায়ে অবস্থান-বিক্ষোভ বসে পড়েন শিক্ষকরা।
মিছিলে পথ হাঁটেন শিক্ষক নেতা আহসান আলী, নবেন্দু সরকার, তরুণ দাস প্রমূখ। এখান থেকে এবিপিটিয়ের এক প্রতিনিধি দল ডেপুটেশন দেন জেলা আধিকারিকের কাছে। অবস্থান বিক্ষোভ এ বক্তব্য রাখেন শিক্ষক নেতা আহসান আলী, নবেন্দু সরকার সহ অনেকে। সভাপতিত্ব করেন জেলা সভাপতি তরুণ দাস।
আরও পড়ুনঃ ‘এক ব্যক্তি এক পদ’ নীতি মেনে ব্যাপক রদবদল তৃণমূলে, দায়িত্ব কমল অনেক হেভিওয়েটের
প্রসঙ্গত শিক্ষা, গণতন্ত্র ও সমাজতন্ত্রের স্লোগান দিয়ে প্রাথমিক শিক্ষকদের পদধ্বনিতে উত্তাল হল বহরমপুর শহর। শিক্ষার উপর নেমে এসেছে অন্ধকার, বিদ্যালয় গুলি দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে পড়ে রয়েছে, ভেঙে পড়েছে শিক্ষা পরিকাঠামো তাই সামাজিক বিধি মেনে বিদ্যালয় খোলার পাশাপাশি রাজ্যে শিক্ষক নিয়োগে দুর্নীতি বিষয়ে প্রতিবাদ জানানো হয়েছে সংগঠনের পক্ষ থেকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584