বর্ধিত ছুটির নির্দেশিকা প্রত্যাহারের দাবিতে এবিটিএ-র ডেপুটেশনে

0
97

শ্যামল রায়,কালনাঃ

abta deputation for long days holidays
নিখিল বঙ্গ শিক্ষক সমিতির সদস্যরা । নিজস্ব চিত্র

রাজ্য সরকারের নির্দেশিকায় মাধ্যমিক ও প্রাথমিক স্তরে দুই মাসের ছুটি ঘোষণা করা হয়েছে।এই বর্ধিত ছুটি প্রত্যাহারের দাবিতে সিপিএমের শিক্ষক সংগঠন নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির তরফ থেকে এক ডেপুটেশন দেওয়া হয়েছে পূর্বস্থলী ২ নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক এর কাছে।

নিখিল বঙ্গ শিক্ষক সমিতির তরফ থেকে অভিযোগ করা হয়েছে যে লাগাতার দুই মাসের ছুটিতে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের পঠন-পাঠনের ব্যাপক ক্ষতি হলো।পঠন পাঠন থেকে বঞ্চিত থাকার কারন যেমন রয়েছে তেমনি সিলেবাস শেষ করতেও শিক্ষকদের হিমশিম খেতে হবে।

আরও পড়ুনঃ বর্ধিত ছুটির সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে আলিপুরদুয়ারে ডেপুটেশন

বুধবার নিখিল বঙ্গ শিক্ষক সমিতির তরফ থেকে সমষ্টি উন্নয়ন আধিকারিক এর কাছে ডেপুটেশন দিয়ে এই ছুটি প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। উপস্থিত ছিলেন শিক্ষক সংগঠনের তরফ থেকে নীহাররঞ্জন গোস্বামী,ক্ষিতিশ চন্দ্র বিশ্বাস সহ একাধিক শিক্ষক নেতারা।

শিক্ষক সংগঠনের নেতা নীহাররঞ্জন গোস্বামী জানিয়েছেন যে, “রাজ্য সরকারের নির্দেশনামা ইতিমধ্যেই প্রত্যাহার করা উচিত।আমরা এই আদেশনামা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।গরমের ছুটি দেওয়ার পর সকালের দিকে স্কুল করানো হলে উপকৃত হবে ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকারা।”

ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌমিক বাগচি জানিয়েছেন যে, “একটি স্মারকলিপি হাতে পেয়েছি বিষয়টি শিক্ষা দপ্তরের কাছে পাঠিয়ে দেওয়া হবে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here