নিজস্ব সংবাদদাতা, মালদাঃ
আজ বিকাল ৩ টার সময় সুজাপুরে গোল্ডেন কিন্ডারগার্ডেন বিদ্যালয়ে কালিয়াচক-১ রেড ভলান্টিয়ারদের সামাজিক ও মানবিক প্রয়াসকে উজ্জীবিত রাখতে ও পাশে থাকার জন্য এবিটিএ (ABTA) সুজাপুর জোনাল কমিটির পক্ষ থেকে ১৬ হাজার ৫০০ টাকা তুলে দেওয়া হল।
এছাড়া পরবর্তীতে পাশে থাকার অঙ্গীকার ও দায়বদ্ধতার কথাও ঘোষণা করা হয় এদিন। রেড ভলান্টিয়ারদের পক্ষ থেকে অর্থ গ্রহণ করেন আহ্বায়ক ইয়াসিন মহলদার, সৈয়দ হাসান ইকবাল (রাজু), মোহা:জিয়াউল হক, জাহাঙ্গীর আলম এবং নাসের সেখ। রেড ভলান্টিয়ারদের হাতে অর্থ তুলে দেন সুজাপুর জোনাল কমিটির সম্পাদক দেবাংশু দাস ও সভাপতি ইলিয়াস আলী।
আরও পড়ুনঃ বিশ্ববিদ্যালয় গুলিতে নতুন করে জ্যোতিষ শাস্ত্রের পঠন পাঠন বন্ধ হোক, দাবি বিজ্ঞান মঞ্চের
মহতী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবিটিএ জেলা শাখার সম্পাদক অরুণ কুমার, সহ সম্পাদক ও সদর মহকুমা সম্পাদক উৎপল চট্টোপাধ্যায়, জেলা শাখার সহ সভাপতি মোহা:আনিসুর রহমান সহ জোনাল নেতৃত্ব । এছাড়াও উপস্থিত ছিলেন গণতান্ত্রিক আন্দোলনের নেতা মোহা:এনামূল হক। অনুষ্ঠানে ব্যাপক সংখ্যক উচ্চ শিক্ষিত যুব ভলান্টিয়ারদের উপস্থিতি ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584