নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর:
শতবর্ষ প্রাচীন বামপন্থী শিক্ষক সংগঠন নিখিল বঙ্গ শিক্ষক সমিতির (এবিটিএ) পশ্চিম মেদিনীপুর জেলার দশম ত্রিবার্ষিক সম্মেলন আগামী ২৬ শে ও ২৭ শে নভেম্বর মেদিনীপুর শহরের ঐতিহ্যবাহী সভাকক্ষ বিদ্যাসাগর স্মৃতি মন্দিরে অনুষ্ঠিত হবে। জেলার তিনটি মহকুমা থেকে নির্বাচিত ২৯৩ জন প্রতিনিধি এই জেলা সম্মেলনে যোগ দেবেন। সম্মেলনকে কেন্দ্র করে দুদিনের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সম্মেলন শুরুর প্রথম দিনে সম্মেলনের মূল পর্ব শুরু হবার আগে সকালে সংগঠনের অবসর প্রাপ্ত সদস্য-সদস্যাদের সংবর্ধনা প্রদান করা হবে “প্রাক্তনী সম্মিলনী” অনুষ্ঠানের মধ্য দিয়ে। বিকেলে বিদ্যাসাগর হল ময়দানে অনুষ্ঠিত হবে প্রকাশ্য সমাবেশ।এই সমাবেশে বক্তব্য রাখবেন বিশিষ্ট শিক্ষাবিদ্ অধ্যাপক কেশব ভট্টাচার্য, বিশিষ্ট অভিনেতা দেবদূত ঘোষ,এবিটিএ-এর সাধারণ সম্পাদক সুকুমার পাইন, জেলা সম্পাদক বিপদতারণ ঘোষ, জেলা সভাপতি বিকাশ পট্টনায়েক প্রমুখ। দ্বিতীয় দিন সকালে শহর জুড়ে বর্ণাঢ্য পদযাত্রা হবে।এই সম্মেলনকে কেন্দ্র করে সংগঠনের উদ্যোগে জোর কদমে প্রচার শুরু হয়েছে।চলছে দেওয়াল লিখন ও পোস্টারিং সহ অন্যান্য কাজ।এই সম্মেলন উপলক্ষ্যে একটি বড় তোরণ তৈরি হবে পোষ্ট অফিস রোডে। মেদিনীপুর শহরের বিভিন্ন মোড়,বাসস্টপ,শিক্ষা সংক্রান্ত দপ্তর ও বিদ্যালয় সংলগ্ন এলাকায় লাগানো হচ্ছে ব্যানার ও পোস্টার। জেলার বিভিন্ন এলাকায় সম্মেলন ঘিরে জোর প্রচার চালাচ্ছেন সংগঠনের নেতৃত্ব ও সদস্য-সদস্যার। ইতিমধ্যে গঠিত হওয়া অভর্থনা সমিতির বিভিন্ন সাব কমিটির সভায় সদস্যরা নিজেদের দায়িত্ব বুঝে নিয় সম্মেলনকে সাফল্য মন্ডিত করতে চেষ্টার ত্রুটি রাখছেন না। জেলা জুড়ে এই কাজ গুলো তত্ত্বাবধান করছেন জেলা নেতৃত্ব ও মহকুমা নেতৃবৃন্দ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584