মাধ্যমিক প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে এবিটিএ’র ধিক্কার মিছিল

0
88

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

ABTA's Shouting Procession for madhyamik question leak
নিজস্ব চিত্র

মাধ‍্যমিকে প্রশ্নফাঁসের বিরুদ্ধে সোচ্চার হলেন শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মীরা।সদ‍্য সমাপ্ত মাধ্যমিক পরীক্ষায় প্রতি দিনই সোস্যাল মিডিয়ায় মাধ্যমে প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে শনিবার বিকেলে মেদিনীপুর শহরে ধিক্কার মিছিল করলো এবিটিএ।

ABTA's Shouting Procession for madhyamik question leak
নিজস্ব চিত্র

এদিন নিখিল বঙ্গ শিক্ষক সমিতির (এবিটিএ) পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির আহ্বানে মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল সংগঠনের রবীন্দ্রনগরস্থিত জেলা দপ্তর গোলোকপতি ভবন থেকে শুরু হয়ে ক্ষুদিরাম মোড়,বিদ‍্যাসাগর মোড়, গান্ধী মোড়, পঞ্চুর চক হয়ে গোলকুঁয়ার চকে যায় এবং সেখানে থেকে পুনরায় এবিটিএ অফিসে শেষ।

আরও পড়ুনঃ মাধ্যমিকের প্রশ্ন ফাঁস কান্ডে ধৃত দ্বাদশ শ্রেণীর ছাত্র

মিছিলে প্রশ্ন ফাঁস রুখতে ব‍্যর্থ মাধ‍্য শিক্ষা পর্ষদ সভাপতি ও শিক্ষা মন্ত্রীর পদত্যাগ দাবি করা হয়। এছাড়াও আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যাতে প্রশ্ন ও পরীক্ষা ক্ষেত্রে কোন রূপ বিভ্রাট না ঘটে তার উপযুক্ত ব‍্যবস্থা গ্রহণের দাবি তোলা হয়। মিছিলে শতাধিক শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মী যোগ দেন। মিছিলে নেতৃত্ব দেন এবিটিএ’র পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক বিপদতারণ ঘোষসহ সংগঠনের জেলা ও মহকুমা স্তরের নেতৃবৃন্দ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here