করোনা আক্রান্ত প্রাক্তন মন্ত্রী আবু নাসের খান চৌধুরি

0
105

নিজস্ব সংবাদদাতা, মালদহঃ

এবার মালদহের কোতয়ালি ভবনে থাবা বসালো করোনা। করোনায় আক্রান্ত হয়েছেন আবু নাসের খান চৌধুরি ওরফে লেবু ৷ কলকাতায় একটি বেসরকারি করোনা হাসপাতালে চিকিৎসাধীন তিনি। তার নিরাপত্তা রক্ষীও করোনায় আক্রান্ত বলে খবর।

Abu Naser Khan | newsfront.co
আবু নাসের খান চৌধুরি। ফাইল চিত্র

শুধু তাই নয়, খান চৌধুরি ভবনের এক রাঁধুনির শরীরেও করোনার সংক্রমণ মিলেছে। মালদহের কোতয়ালিতে খান চৌধুরি ভবনে একইসঙ্গে থাকেন রাজ্যসভার সাংসদ ও জেলা তৃণমূল সভানেত্রী মৌসম নুর, দক্ষিণ মালদহের সাংসদ আবু হাসেম খান চৌধুরি, সুজাপুরের বিধায়ক ইশা খান চৌধুরি ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী আবু নাসের খান চৌধুরি ৷

Abu Naser Choudhury | newsfront.co
ফাইল চিত্র

বর্তমানে তারা সবাই আলাদা থাকলেও সবাই ভবনের অন্দরে যাতায়াত করেন৷ করোনা সংক্রমণের ভয়ে দীর্ঘদিন থেকেই ভবনে বহিরাগতদের যাতায়াতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল৷ খুব পরিচিত ছাড়া কাউকেই ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছিল না৷ খান চৌধুরি পরিবার সূত্রে জানা গিয়েছে, দীর্ঘ দিন ধরেই আবু নাসের খান চৌধুরি অসুস্থ ছিলেন৷ করোনা সংক্রমণ শুরুর পর থেকে তিনি বাড়ি থেকে বেরও হননি।

আরও পড়ুনঃ নিজের মত প্রকাশ মানেই তা আদালত অবমাননা নয়ঃ প্রশান্ত ভূষণ

তাই তিনি কীভাবে করোনায় আক্রান্ত হলেন, তা নিয়ে অন্ধকারে পরিবারের সদস্যরা। কয়েকদিন আগে তিনি রুটিন চেক আপের জন্য কলকাতায় যান। কিন্তু চিকিৎসকের কাছে যাওয়ার আগে লালারসের নমুনা পরীক্ষা করালে তার রিপোর্ট পজিটিভ আসে। সঙ্গে সঙ্গে তাকে একটি বেসরকারি করোনা হাসপাতালে ভরতি করা হয়।

আরও পড়ুনঃ উত্তর ২৪ পরগনায় আরও চারটি কোভিড হাসপাতাল, ঘোষণা রাজ্য স্বাস্থ্য দফতরের

এদিকে আবু নাসের খান চৌধুরির করোনা সংক্রমণ ধরা পড়ার পর মালদহে ফিরে এসে নিরাপত্তায় থাকা পুলিশকর্মী নিজের লালারসের নমুনা পরীক্ষা করালে তার রিপোর্টও পজিটিভ এসেছে। বর্তমানে ওই নিরাপত্তাকর্মী হোম আইসোলেশনে রয়েছেন৷ পজিটিভ রিপোর্ট এসেছে খান চৌধুরি ভবনের এক রাঁধুনিরও। অবশ্য ওই রাঁধুনি আবু নাসের খান চৌধুরির পরিবারের রান্না করেন না৷

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here