হাথরাসের প্রতিবাদে মুর্শিদাবাদে তৃণমূলের মিছিল, সাংবাদিক সম্মেলনে ঘোষণা আবু তাহেরের

0
96

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

উত্তরপ্রদেশের হাথরাসে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে, তার প্রতিবাদে মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক করলেন তৃণমূল সাংসদ আবু তাহের খান।

abu taher khan | newsfront.co
সাংবাদিক সম্মেলনে আবু তাহের খান। নিজস্ব চিত্র

দলিত সম্প্রদায়ের মেয়েটির ওপর যে পাশবিক অত্যাচার করা হয়েছে এবং সেই সঙ্গে পুলিশের ভূমিকার বিরুদ্ধে সরব হলেন তৃণমূল জেলা সভাপতি। এই ঘটনাকে কেন্দ্র করে তিনি প্রধানমন্ত্রীর ভূমিকাকে কটাক্ষ করে বলেন, যে কোন বিষয় নিয়ে প্রধানমন্ত্রী সরব হয়ে টুইট করেন তবে এত বড় একটি ঘটনার প্রতিবাদে কোন ভূমিকায় নেননি প্রধানমন্ত্রী।একই সাথে মুর্শিদাবাদ লোকসভার সাংসদ জানান, এখনও পর্যন্ত দোষীদের চিহ্নিতকরণ করা হয়ে ওঠেনি।

আরও পড়ুনঃ আজ ফের হাথরাসে যাচ্ছেন রাহুল গান্ধী

প্রসঙ্গত গতকাল তৃণমূলের যে প্রতিনিধি হাথরাসে নির্যাতিতার পরিবারের সাথে দেখা করতে যাওয়ার পথে উত্তর প্রদেশ পুলিশের হাতে নিগৃহীত হয়েছে সেই প্রতিনিধি দলে তিনিও ছিলেন জানিয়ে আবু তাহের বলেন, তার ওপর অত্যাচার করা হয়েছে।

একই সাথে জেলা তৃণমূলের নেতা জানান, এই ঘটনার প্রতিবাদে আজ মুর্শিদাবাদ জেলার ২৬টি ব্লক এবং ৮টি পুরসভায় ধিক্কার মিছিল হবে।

আরও পড়ুনঃ অতিরিক্ত বৃষ্টিপাতে জলমগ্ন কাঁথি শহর

আজকের সেই সাংবাদিক সম্মলনে উপস্থিত ছিলেন জঙ্গীপুর লোকসভা কেন্দ্রের সাংসদ খলিলুর রহমান, জেলার মুখপাত্র অপূর্ব সরকার , গৌতম ঘোষ, কো-অর্ডিনেটর সৌমিক হোসেন, অরিৎ মজুমদার, সুব্রত সাহা, অশোক দাস প্রমুখ ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here