পিয়ালী দাস,বীরভূমঃ
প্রধানমন্ত্রী বলেছিলেন “আচ্ছা দিন আয়েগা” কিন্তু সেই আচ্ছে দিন কি এসেছে? তার বদলে ভারতবর্ষে এসেছে কালো দিন।পাঁচ রাজ্যের নির্বাচন হয়ে গিয়েছে।সেই রাজ্যের মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করেছে।আর মঙ্গলবার যে তার ফলাফল বেরোবে সেই দিন ভারতবর্ষে কিছুটা হলেও কালো দিন থেকে আলো ফুটবে। বীরভূমের সিউড়ি ১ নম্বর ব্লকের পাথরচাপরিতে তৃণমূল কংগ্রেসের দলীয় সভা থেকে বিজেপিকে কটাক্ষ করলেন জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।
আগামী বছর ১৯ জানুয়ারি ব্রিগেডের মমতা বন্দ্যোপাধ্যায় দেশের সমস্ত বিরোধী রাজনৈতিক দলকে নিয়ে বিজেপি বিরোধী ঐতিহাসিক সমাবেশের ডাক দিয়েছেন।তার প্রস্তুতি হিসেবে বীরভূম জেলায় তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল সভা করছেন।
রবিবার পাথরচাপরির সেই সভা থেকে অনুব্রত মণ্ডল বলেন, “নরেন্দ্র মোদী প্রতিশ্রুতি দিয়েছিল বছরে ২ কোটি করে চাকরি হবে।অর্থাৎ পাঁচ বছরে ১০ কোটি কিন্তু হয়েছে মাত্র বছরের দের লক্ষ্য করে গোটা ভারতবর্ষজুড়ে।সেখানে ব্যর্থ মোদি।তিনি চাষিদের লোন মুকুবের কথা বলে ছিলেন। তা তিনি করেন নি।রাম আমাদের সবারই ঘরে ঘরে। আলাদা করে রাম মন্দির নির্মাণ করার দরকার আছে বলে মনে হয় না।বিজেপি শুধু দেশে বিভেদের রাজনীতি করেছে।তিনি উন্নয়নের কোনো কাজই করেননি।দেশ থেকে বিজেপি কে তাড়াতে দিদি বড় দায়িত্ব নিয়েছে।তাই আগামী ১৯ তারিখ ব্রিগেডে লক্ষ লক্ষ মানুষের জমায়েত করে আমরা বিজেপির শেষের শুরু করে দেব।” এদিনের সভার শেষে ৫০ জন সি.পি.এম কর্মী তৃনমূলে যোগদান করে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584