স্নাতক স্তরে ভর্তি নিয়ে সরকারি বিজ্ঞপ্তি প্রত্যাহারের দাবি আবুটা-র

0
63

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

১৬ জুলাই, ২০২০ কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে স্নাতক স্তরের ভর্তির তারিখ ও পদ্ধতি উল্লেখ করে একটি বিজ্ঞপ্তি জারি করেছিল পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষা বিভাগ। এবার সেই বিজ্ঞপ্তি প্রত্যাহারের দাবি জানাল সারা বাংলা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি বা আবুটা। তাদের অভিযোগ, বিজ্ঞপ্তিটি বিশ্ববিদ্যালয়গুলির প্রাতিষ্ঠানিক স্বায়ত্তশাসনের ক্ষমতা দখল করার কৌশলমাত্র।

Students | newsfront.co
প্রতীকী চিত্র

বিজ্ঞপ্তিতে সরকার দাবি করেছে, কোভিড পরিস্থিতিতেও পশ্চিমবঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানের অনলাইনে ভর্তির জন্য প্রয়োজনীয় ও পর্যাপ্ত পরিকাঠামো আছে। আবুটা-র সাধারণ সম্পাদক গৌতম মাইতির বক্তব্য, ভর্তি নিয়ে এ ধরনের তাড়াহুড়োর পিছনে কোনও একাডেমিক যুক্তি নেই।

আরও পড়ুনঃ আবেদন প্রক্রিয়া শুরু আগস্টে, ভর্তি চলবে সেপ্টেম্বর পর্যন্তঃ কলকাতা বিশ্ববিদ্যালয়

বিশেষ করে সরকার যখন ঘোষণা করেছে যে, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই ক্লাস শুরু হবে। তখন এই বিজ্ঞপ্তির কোনো অর্থ নেই। স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলির ভর্তির পদ্ধতি সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা রয়েছে। এ দিকে সরকার বিজ্ঞপ্তিতে নির্দেশ দিয়েছে ইউজিসি কোর্সে ছাত্র ছাত্রীদের ভর্তি নেওয়া হবে মেধার ভিত্তিতে।

আরও পড়ুনঃ স্বাস্থ্যবিধি মেনে সারতে হবে ইদের নামাজপাঠ, কোরবানি

কিন্তু এবার উচ্চ মাধ্যমিকে অনেক বিষয়ে পরীক্ষা নেওয়া যায়নি। পরীক্ষা হওয়া বিষয়গুলির সর্বোচ্চ নম্বর পরীক্ষা না হওয়া বিষয়গুলিতে দেওয়া হয়। এর প্রভাব ভর্তি প্রক্রিয়ার ওপর যেভাবে পড়ছে তা বেশ উদ্বেগজনক। এই কঠিন পরিস্থিতির মধ্যে ১০ আগস্ট ২০২০ তারিখের মধ্যে কলেজগুলিতে স্নাতকস্তরে ভর্তি শুরু করার অর্থ উচ্চ মাধ্যমিকে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ভর্তি নিতে হবে। এ ক্ষেত্রে মেধার সঠিক মূল্যায়ন হবে না। সরকারের এই বিজ্ঞপ্তি অবিলম্বে প্রত্যাহার করার দাবি জানিয়ে শিক্ষামন্ত্রী পার্থ চট্টপাধ্যায়কে চিঠিও দিয়েছে আবুটা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here