তৃণমূলের দলীয় পতাকা-ব্যানার ছেঁড়ার অভিযোগ এবিভিপি-র বিরুদ্ধে

0
76

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

তৃণমূল ছাত্র পরিষদের দলীয় পতাকা ও মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির ব্যানার ছেঁড়ার প্রতিবাদে অবস্থান-বিক্ষোভ করল তৃণমূল ছাত্র পরিষদ।

তৃণমূলের অবস্থান বিক্ষোভ। নিজস্ব চিত্র

ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার বেলদার। গতকাল অর্থাৎ সোমবার রাতে বেলদা কলেজের তৃণমূল ছাত্র পরিষদের দলীয় পতাকা ও ব্যানার ছেঁড়ার অভিযোগ উঠল এবিভিপি ছাত্র সংগঠনের বিরুদ্ধে।

ছেঁড়া হয়েছে ব্যানার। নিজস্ব চিত্র

মঙ্গলবার এর প্রতিবাদে একটি ধিক্কার মিছিল করে তৃণমূল। মিছিলের শেষে বেলদা কলেজ মেন গেটের সামনে অবস্থান বিক্ষোভ করে বেলদা কলেজ তৃণমূল ছাত্র পরিষদ। তাদের দাবি যারা রাতের অন্ধকারে এই কাজ করেছে, তাদের অবিলম্বে শাস্তি দিতে হবে। যদি প্রশাসন তাদের শাস্তি না দেয় তাহলে পরবর্তীকালে তারাও এই ধরনের কাজ করতে পারে বলে জানায় তৃণমূলের ছাত্র পরিষদের ব্লক সভাপতি মনোজ দেব।

প্রায় এক ঘন্টা ধরে চলে এই অবস্থান বিক্ষোভ। বিক্ষোভে সামিল ছিল বেলদা কলেজ তৃণমূল ছাত্র পরিষদ সংগঠনের ছাত্ররা। অবিলম্বে তাদের শাস্তির দাবি জানিয়ে এই অবস্থান-বিক্ষোভ সম্পন্ন হয়। যদিও অভিযোগ অস্বীকার করেছেন এবিভিপি ছাত্র সমর্থকরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here