মনিরুল হক,কোচবিহারঃ
তৃণমূল কংগ্রেস নেতা পরেশ অধিকারীর মেয়েকে নিয়োগের ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি হয়েছে,এই অভিযোগ তুলে সোমবার রাতে মেখলিগঞ্জের বাজার এলাকায় ধিক্কার মিছিল করল বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি।এদিন ওই মিছিল থেকে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান তৃণমূল নেতা পরেশ অধিকারী ও তাঁর মেয়ের বিরুদ্ধে স্লোগান দেয় বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি।
বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি জেলা কার্যকর্তা হারু সরকার বলেন, “এই নিয়োগে দুর্নীতি হয়েছে।তাই আন্দোলন চলবে।” অভিযোগ, প্রাথমিক ভাবে স্কুল সার্ভিস কমিশন রাষ্ট্রবিজ্ঞানের তপশিলি জাতির (মহিলা) যে ওয়েটিং লিস্ট প্রকাশ করে,সেখানে নাম ছিল ববিতা বর্মণের।পরেশ অধিকারী ১৭ আগস্ট ফরওয়ার্ড ব্লক ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। তারপরই কানা ঘুষো ছড়ায়, কোনও এক জাদু বলে সেই ওয়েটিং লিস্টের শীর্ষে আচমকাই এসে গেছে তাঁর মেয়ে অঙ্কিতা অধিকারীর নাম। এমনকী,৩১ আগস্ট আচার্য সদনে কাউন্সেলিংয়ে হাজির ছিলেন না রাজ্যের প্রাক্তন মন্ত্রীর মেয়ে।সেদিন কাউন্সেলিংয়ে অঙ্কিতা অনুপস্থিতি থাকার জন্য বারবার ফোন করা হলে তাকে ফোনে পাওয়া যায় নি।প্রসঙ্গত, মাস তিনেক আর কোনও বিতর্ক না হওয়ায় বিষয়টি ধামাচাপা পড়ে যায় কিন্তু, শনিবার জানা যায় বাড়ি থেকে প্রায় ঢিলছোড়া দূরত্বে মেখলিগঞ্জের ইন্দিরা উচ্চ বালিকা বিদ্যালয়ে যোগ দিয়েছেন অঙ্কিতা।স্কুলে যোগ দেওয়ার পরে ওই স্কুলের প্রধান শিক্ষিকা অঞ্জনা রায় বসুনিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি যোগদানের বিষয়টি জানান কিন্তু, বিতর্ক থাকা সত্ত্বেও কীভাবে অঙ্কিতা স্কুলে নিয়োগ হল তা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে?
এদিন মেখলিগঞ্জের ইন্দিরা উচ্চ বালিকা বিদ্যালয়ে প্রধান শিক্ষিকাকে প্রশ্ন করলে বিষয়টি এড়িয়ে গিয়ে তিনি বলেন, “ওসব তো আমরা খবরে দেখেছি।কিছু বলতে পারব না।বোর্ড থেকে গতকাল আমাদের কাছে মেল এসেছে।যে রকম ভাবে আসে।বাই পোস্ট চিঠি আসে নি এখনও। তবে এতটুকু বলতে পারি আজ তিনি স্কুলে জয়েন করতে এসেছিলেন।তাই আমরাও ওনাকে জয়েন করিয়ে নিয়েছি।”
এ বিষয়টি নিয়ে রাজ্যজুড়ে বির্তকের ঝড় উঠেছে।প্রশ্ন উঠছে একাধিক মহল থেকে তবে কী ফরওয়ার্ড ব্লক থেকে তৃণমূলে আসার পুরস্কার দেওয়া হল রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রীকে ? যদিও মুখে কুলুপ এঁটেছেন পরেশবাবু ও অঙ্কিতা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584