মনিরুল হক, কোচবিহারঃ
দুই ছাত্র সংগঠনের বচসার জেরে উত্তেজনা ছড়াল কোচবিহার আচার্য ব্রজেন্দ্রনাথ শীল মহাবিদ্যালয়ে।
কোচবিহার লোকসভা নির্বাচনে তৃনমূলের পরাজয়ের পর বিভিন্ন কলেজ গুলিতে আরএসএস নিয়ন্ত্রিত ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ তাদের সংগঠন বিস্তারে উদ্যোগী হয়েছে। এই লক্ষে কোচবিহার শহরের বিভিন্ন কলেজে সংগঠনের অস্তিত্ব জানান দিতে একাধিক ইস্যুতে আন্দোলন গড়ে তুলছে ওই সংগঠন। আর এতেই সিঁদুরে মেঘ দেখছে শাসক দলের ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদ।
বুধবার কোচবিহার এবিএন শীল কলেজে বহিরাগতদের কলেজ চত্বরে প্রবেশ নিষিদ্ধ করার দাবি নিয়ে বিক্ষোভ দেখায় ওই দুই ছাত্র সংগঠন। একই ইস্যুতে দুটি ভিন্ন সংগঠনের ওই বিক্ষোভের জেরে উত্তেজনা ছড়ায় কলেজ চত্বরে।
দুই পক্ষেরই দাবি কলেজ চত্বরে বহিরাগতদের ঢুকিয়ে শিক্ষার পরিবেশ নষ্ট করছে বিরোধীরা।এতে পঠনপাঠান ব্যবস্থা ব্যহত হচ্ছে বলেও তাদের অভিযোগ।
এবিভিপি নেতা দেবব্রত ভট্টাচার্য বলেন, “আজ আমরা আমাদের সংগঠনের ইউনিট গঠন করে এই কলেজের অধ্যক্ষকে জমা দিতে গেলে তৃনমূলের বহিরাগতরা আমাদের বাঁধা দেয়। তাই আমারা অধ্যক্ষের ঘরের সামনে বসে বিক্ষোভ দেখাই। আমাদের মূল দাবি বহিরাগতদের কলেজ চত্বর থেকে বের করতে হবে।”
আরও পড়ুনঃ এবিভিপি-টিএমসিপি সংঘর্ষে উত্তেজনা পালপাড়া কলেজ
অন্যদিকে তৃণমূল ছাত্র পরিষদের নেতা অভিষেক চন্দ্র বলেন, “আজ বহিরাগত দুষ্কৃতিদের নিয়ে এসে ইউনিট কমিটি গঠনের নামে তাণ্ডব চলায় এবিভিপি ঝাণ্ডা ধারি কিছু গুন্ডা। এদের কলেজ চত্বর থেকে বের করার দাবি নিয়ে অধ্যক্ষের দৃষ্টি আকর্ষণ করি আমরা।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584