এভাবেও ভাল থাকা যায়

0
388

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

shooting | newsfront.co
ছবিঃ প্রতিবেদক

শুধু অভিনয়ই নয়, কেউ বাজাচ্ছে তবলা, কেউ আঁকছে, কেউ গান গাইছে, কেউ আবার নৃত্য পরিবেশন করছে, কেউ নিজের পোষ্যের পরিচর্যা এবং তার সঙ্গে সময় কাটানোর ঢং-ও দেখাচ্ছে। কেউ বা বেদান্ত দর্শন নিয়ে নানা কথা বলছেন।

Academy | newsfront.co
ছবিঃ প্রতিবেদক
shooting | newsfront.co
ছবিঃ প্রতিবেদক

এখন আপনাদের মনে প্রশ্নের উদ্রেক হচ্ছে কাদের কথা বলা হচ্ছে? এরা ‘অ্যাকাডেমি অফ পারফর্মিং আর্টস’-এর ছাত্রছাত্রী। কেউ এখনও এখানকার শিক্ষার্থী। কেউ বা প্রাক্তন। সকলে একই সুতোয় বেঁধে আছে একে অপরের সঙ্গে। ‘অ্যাকাডেমি অফ পারফর্মিং আর্টস’-এ অভিনয়ের তালিম দেওয়া হয়, গ্রুমিং করানো হয়- এ কথা সকলের জানা।

Academy of of peforming arts | newsfront.co
ছবিঃ প্রতিবেদক

আজ করোনা পরিস্থিতির জেরে সকলেই গৃহবন্দি আমরা। ঘরে বসে আকাশ-পাতাল চিন্তায় মগ্ন আমরা। কী আসছে আগামী দিনে? কেমন দিনের সম্মুখীন হব আমরা?-এই ভেবেই রাত কাবার হয়।

lockdown period | newsfront.co
ছবিঃ প্রতিবেদক
academy | newsfront.co
ছবিঃ প্রতিবেদক

‘অ্যাকাডেমি অফ পারফর্মিং আর্টস’-এর দুই কাণ্ডারি স্বাগতা মুখোপাধ্যায় এবং ঋষি মুখোপাধ্যায় মনে করেন আগামী দিনটা খুব সুন্দর আসছে। তাই সেই সুন্দর দিনের জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে।

Perfoming of arts | newsfront.co
ছবিঃ প্রতিবেদক
Swagata Mukherjee | newsfront.co
ছবিঃ প্রতিবেদক

তাই ঘরে বসে যে যা পারে তা ভিডিও বন্দি করে পাঠাচ্ছে। আর তা দক্ষ হাতের ছোঁয়ায় ঘরে বসে মেরামত করছেন ঋষি মুখোপাধ্যায়। প্রতিদিন তিনটি পারফরম্যান্স আপলোড হচ্ছে প্রতিষ্ঠানের ফেসবুক পেজ-এ। সময়সীমা ৭-১০ মিনিট।

Swagata Mukherjee | newsfront.co
ছবিঃ প্রতিবেদক

নানা ধরনের পারফরম্যান্সের পাশাপাশি এই সময়ে দাঁড়িয়ে কী ভাবে নিজের মন ভাল রাখতে হবে তার উপায় বাতলে দিয়েছেন মনোবিদ তথা অভিনেত্রী সন্দীপ্তা সেন। প্রখ্যাত রূপচর্চাবিদ স্বাতী দত্ত জানাচ্ছেন কী ভাবে একটু বাঁধাকপি ফুটিয়ে নিয়ে তা দিয়ে ক্লেনজার তৈরি করা যায়। ফিটনেসের ব্যাপারেও থাকছে এক্সপার্টের টিপস।

Dance | newsfront.co
ছবিঃ প্রতিবেদক
academy group | newsfront.co
ছবিঃ প্রতিবেদক

আজ বাজারে অনেক কিছুই পাওয়া যাচ্ছে না। ফলে কী খাব, রোজ এক খাবার খাওয়া যায় নাকি?-এই ভেবে কপালে পড়ছে ভাঁজ। কল্লোল বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন কী ভাবে ঘরে থাকা সবজি দিয়ে সাধারণ অথচ দারুণ সুস্বাদু নিরামিষ খাবার তৈরি করা যায়।

academy group | newsfront.co
ছবিঃ প্রতিবেদক

রবীন্দ্র সঙ্গীত গেয়ে শুনিয়েছেন পাঠভবন স্কুলের শিক্ষিকা ইন্দ্রাণী চক্রবর্তী। লোকগীতি গেয়ে শুনিয়েছেন অভিজিৎ চক্রবর্তী।

Group selfie | newsfront.co
ছবিঃ প্রতিবেদক

সুতরাং শুধু প্রতিষ্ঠানের বর্তমান এবং প্রাক্তনীরাই নয়, অন্যান্য জগতের সঙ্গে যুক্ত মানুষেরাও মিলিত হয়েছেন ‘অ্যাকাডেমি অফ পারফর্মিং আর্টস’- এর ‘একটু সময় দেবেন প্লিজ’-এর উদ্যোগে।

shoots | newsfront.co
ছবিঃ প্রতিবেদক

নিজেদের ঘরে বসেও অন্যদের সঙ্গে মিলেমিশে বেঁচে থাকা যায়, কাজ করা যায় তা প্রমাণ করল ‘অ্যাকাডেমি অফ পারফর্মিং আর্টস’।

group selfie | newsfront.co
ছবিঃ প্রতিবেদক

স্বাগতা মুখার্জির কথায় -” বাড়িতে আমাদের এডিটিং-এর সেট আপ নেই। তাও ঋষি নানা কায়দায় সাধ্যমতো এডিট করে প্রতিদিন তিনটে পারফরম্যান্স আপলোড করছে। খুব সুন্দর একটা দিন আসবে। তার জন্য প্রস্তুত থাকতে হবে। মন খারাপ করে বসে থাকলে চলবে না। নিজের কাজ করে যেতে হবে।”

dance | newsfront.co
ছবিঃ প্রতিবেদক

হিয়া দে (পটলকুমার গানওয়ালার পটল), সৌম্যরূপ সাহা (অলৌকিক না লোকিক সিরিজ খ্যাত), রেডিও জকি রাই চৌধুরী সহ অন্যান্য বর্তমান এবং প্রাক্তনীরা নিজেদের শিল্পকলা তুলে ধরছেন প্রতিদিন।

selfie | newsfront.co
ছবিঃ প্রতিবেদক
shoot | newsfront.co
ছবিঃ প্রতিবেদক

সামনেই আসছে আরও একটি বড় চমক। জানিয়েছেন স্বাগতা মুখোপাধ্যায়। লকডাউনের তিনদিন পর থেকেই এই কর্মযজ্ঞে শামিল হয়েছে ‘অ্যাকাডেমি অফ পারফর্মিং আর্টস’।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here